নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আজ রাতে ওমানে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। এবার বাংলাদেশ বিশ্বকাপ মিশন শুরু করছে বাছাইপর্বে খেলার মাধ্যমে। নিজেদের প্রথম ম্যাচ আজ টাইগাররা মোকাবেলা করবে স্কটল্যান্ডের। রোববার বাংলাদেশ সময় রাত আটটায় অনুষ্ঠিত এই ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলের প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভ কামনা জানিয়েছে নেটিজেনরা।
ম্যাচ প্রসঙ্গে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ফেইসবুকে লিখেছেন, ‘স্কটল্যান্ডের বিপক্ষে জয় দিয়েই বিশ্বকাপের যাত্রা শুরু করতে প্রস্তুত টাইগাররা।’ আরেক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘চলুন গর্জে উঠি আরও একবার, ছিনিয়ে নেই বিজয়!’
শুভ কামনা জানিয়ে চিত্রনায়ক সাইমন সাদিক লিখেছেন, ‘অনেক অনেক অনেক শুভ কামনা বাংলাদেশ ক্রিকেট দলের জন্য।’
গীতিকার ও সাংবাদিক রবিউল ইসলাম জীবন লিখেছেন, ‘আজ থেকে ওমানে শুরু হচ্ছে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ। উদ্বোধনী দিনে বাংলাদেশ সময় রাত ৮টায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে টাইগার বাহিনী। গত দুটি প্রস্তুতি ম্যাচে হেরে যাওয়ায় অনেকেই সংশয়ে আছেন মাহমুদউল্লাহর দলকে নিয়ে। আমি কিন্তু সেসব নিয়ে চিন্তিত না। আমার বিশ্বাস মূল ম্যাচগুলোতে ভুলত্রুটি শুধরে নিয়ে নিজেদের সেরা খেলাটাই উপহার দেবে বাংলাদেশ। এবারের বিশ্বকাপে লাল-সবুজের প্রতিনিধিরা সেমি-ফাইনাল খেলবে বলেও প্রত্যাশা আমার। অনেক অনেক শুভ কামনা শুভ কামনা টিম বাংলাদেশের জন্য। কোটি প্রাণে একই আওয়াজ, বাংলাদেশ জিতবেই আজ।’
জান্নাতুল ফেরদাউস লামিমার আশাবাদ, ‘আমার কেন জানি মনে হচ্ছে এবারের টি টুয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের হবে ইনশাআল্লাহ। অনেক অনেক শুভকামনা রইল দলের জন্য। বেস্ট অফ লাক টিম টাইগার্স।’
ফরিদা আক্তার অর্থি লিখেছেন, ‘অতীতের সব ভুলে, গর্জে উঠুন আরেকবার নতুন করে। আপনাদের জন্য শুভ কামনা নিরন্তর।’
এমডি রাকিব হোসেন লিখেছেন, ‘চলো এক হয়ে পড়ি ঝাপিয়ে / দেবো বিশ্ব এবার কাঁপিয়ে, থামবো না আর মানবো না হার / যাবো এগিয়ে যা আছে তা নিয়ে। তোমরাই দেখিয়েছ স্বপ্ন / তোমরাই পুরো জাতিকে গেথেছ এক সুতোয়, জেগে ওঠো আরেকবার / বিশ্ব শুনুক বাঘের হুঙ্কার।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।