Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোরেলগঞ্জে শ্বশুরকে কুপিয়ে হত্যা

প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

মোরেলগঞ্জ (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা : মোড়েলগঞ্জে হামিদ দরানী (৫৫) নামের এক মাদ্রাসার নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা করেছে প্রাক্তন জামাতা। বুধবার রভপশ মোড়েলগঞ্জ উপজেলার জিউধারা ইউনিয়নের জামিরতলা এলাকায় এই হত্যাকা-ের ঘটনা ঘটে। সে স্থানীয় নুরুল ইসলাম দাখিল মাদ্রাসার নৈশপ্রহরী বলে পুলিশ জানায়। জানা যায়ন, পূর্ব শত্রুতার জের ধরে নৈশপ্রহরী হামিদ দরানীর সাবেক জামাতা আবু হাওলাদার গত বুধবার সন্ধায় জামিরতলা নামকস্থানে কথা কাটাকাটির এক পর্যায়ে তার উপর চড়াও হয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে অচেতন অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ঘাতক আবু হাওলাদার জিউধরা গ্রামের সুলতান হাওলাদারের ছেলে। নিহত হামিদ দরানীর মেয়ের সাথে আবু হাওলাদারের বিয়ে হয়। পরে জামাইয়ের সাথে মেয়ের পারিবারিক কলহের জের ধরে বিবাহ বিচ্ছেদ ঘটে। এ ঘটনায় একটি মামলাও চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোরেলগঞ্জে শ্বশুরকে কুপিয়ে হত্যা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ