বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ) থেকে : গরু বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেও বাঁচানো যায়নি। তবে যাত্রীবাহী মিনিবাস ভেঙে চুরমার হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আহত হয়েছেন প্রায় ৩০যাত্রী। টুকরো টুকরো হয়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মিনিবাসের ছাদ, ইঞ্জিন, বডিসহ বিভিন্ন যন্ত্রাংশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৩অক্টোবর) সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ তকিপুর নতুন ব্রিজ এলাকায়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী মিনিবাস (নং মৌলভীবাজার জ ০৪-০০৮২) ঘটনাস্থলে পৌঁছলে একটি গরু হন্তদন্ত হয়ে মিনিবাসের সামনে চলে আসে। এসময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের কারণে বাধ্য হয়েই মিনিবাসকে পাকা সড়ক থেকে নামিয়ে সড়কের কাঁচা অংশ দিয়ে চলাচল শুরু করে। কিন্তু এরপরও গাড়িটি রক্ষা হয়নি। ছাদে ছিল প্রচুর মালামাল। এজন্যে কাঁচা অংশে নামার পর একটি শক্ত ডাল-পালা মালামালসহ গাড়ির ছাদটি খুলে মাঠিতে পড়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।