রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
টি এম কামাল, কাজিপুর (সিরাজগঞ্জ) থেকে : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের কর্মব্যস্ততা বেড়ে গেছে। এসব প্রার্থী ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় তাদের কর্মী বাহিনী নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাদের কুশালাদি জিজ্ঞাসাসহ ভোট দেয়ার জন্য ভোটারদের কাছে আবেদন-নিবেদন করছেন। প্রার্থীরা নির্বাচিত হলে জনকল্যাণমূলক কাজসহ দুস্থদের কল্যাণে নানাবিধ কাজের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কোনো কোনো প্রার্থী অতীতে সমাজসেবামূলক কর্মকা-, দুস্থ মানুষের পাশে দাঁড়ানোসহ নানা জনহিতকর কাজের কথা বলে ভোটারদের কাছে জনপ্রিয়তা অর্জনের চেষ্টা করছেন। এদিকে সাধারণ ভোটাররাও বসে নেই, হাটবাজার, হোটেল-রেস্তোরাঁসহ সর্বত্র প্রার্থীদের সফলতা, ব্যর্থতা নিয়ে তাদের জল্পনা-কল্পনার শেষ নেই। সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ৫নং কাজিপুর সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব (আওয়ামী লীগ) একজন সফল চেয়ারম্যান হিসেবে সবার কাছে পরিচিত। বিগত দিনে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে বিচারকার্য সম্পাদন, এলাকার আইনশৃঙ্খলার উন্নয়নসহ নানাবিধ জনহিতকর কাজ করে সফলভাবে তার দায়িত্ব পালন করেছেন বলে উল্লেখ করেন। তার পিতা মরহুম আলহাজ ইসমাইল হোসেন এই ইউনিয়নের পরপর একাধিকবার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। চেয়ারম্যান হিসেবে তিনি পুনর্নির্বাচিত হলে এলাকার উন্নয়নে বিশেষ অবদান রাখবেন বলে জানান। বিএনপির প্রার্থী টি এম হিল্লোল বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী অসহায় মানুষের বন্ধু হিসেবে পরিচিত। তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবেন বলে প্রতিশ্রুতি দেন। আতিকুর রহমান নান্নু-আ’লীগের নেতা, সাবেক চেয়ারম্যান, মাইজবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হিসেবে এলাকার মানুষের কাছে সমাদৃত। তিনি সবসময় হতদরিদ্র মানুষের জন্য কাজ করেছেন। এসব জনহিতকর কাজ করার সুবাদে তিনি এলাকার মানুষের কাছে বিশেষভাবে পরিচিত। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন এবং দুস্থ মানুষের কল্যাণে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করবেন বলে জানান। সাইফুল ইসলাম-কাজিপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও একজন সমাজসেবক হিসেবে এলাকার জনগণের কাছে সুপরিচিত। তিনি অতীতে গরিব-দুস্থ মানুষের কল্যাণে আর্থিক সাহায্যসহ সর্বপ্রকার সহযোগিতা করার কারণে ভোটারদের মুখে মুখে তার নাম শোনা যাচ্ছে। তিনি নির্বাচিত হলে কাজিপুর সদর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। অসহায় মানুষের কল্যাণে তিনি নিজেকে নিয়োজিত রাখতে বদ্ধপরিকর বলে জানান। আব্দুল আউয়াল সরকার-কাজিপুর সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও নির্বাচিত বারবার ইউপি সদস্য হিসেবে পরিচিত। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে বিশেষ অবদান রাখতে বদ্ধপরিকর বলে জানান। কাজিপুর সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ প্রভাষক এনামুল হক তালুকদারের সমাজসেবক হিসেবে এলাকায় তার যথেষ্ট সুনাম রয়েছে। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করবেন বলে জানান। কাজিপুর উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোজাহারুল ইসলাম একজন বিশিষ্ট সমাজসেবক হিসেবে এলাকায় তার যথেষ্ট সুনাম রয়েছে। তিনি বহু জনহিতকর কাজ করায় এলাকার মানুষের কাছে একটি পরিচিত নাম। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন এবং জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবেন বলে জানান। ছাত্রলীগের সাবেক নেতা প্রভাষক মঞ্জুরুল তালুকদার, অপর প্রার্থী গাজী কোরবান আলী লস্কর একজন সমাজসেবক ও এলাকার জনগণের কাছে সুপরিচিত। তারা নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করবেন বলে জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।