Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রনির তৃতীয় শাকিব নেই

প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : নবীন চিত্রপরিচালক শামীম আহমেদ রনি পরপর দুই সিনেমায় শাকিব খানকে নায়ক করে বেশ একটা চমক দেখিয়েছিলেন। দুজনের হৃদ্যতাপূর্ণ সম্পর্কের কারণেই তা সম্ভব হয়েছিল। এখন মনে হচ্ছে, এ হৃদ্যতায় টান ধরেছে। তা বোঝা গেল রনির তৃতীয় সিনেমায় শাকিব না থাকায়। তাদের মধ্যে স¤পর্কও হৃদ্যতাপূর্ণ। যাই হোক, রনির তৃতীয় সিনেমায় নায়ক হিসেবে থাকছেন আরিফিন শুভ। অবশ্য আরেকটি কারণও আছে সিনেমাটি জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার ইসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে। নতুুন করে বলার কিছু নেই জাজে শাকিব অনেকটা অপাংক্তেয়। এটাও রনির সিনেমা থেকে শাকিবের বাদ পড়ার অন্যতম কারণ। রনির পরিচালনাধীন নতুন সিনেমাটির নাম ‘ধ্যাৎতেরিকি’। রোমান্টিক-কমেডি ধাঁচের সিনেমাটিতে ভারতীয় অংশের নির্মাতার নাম এখনো ঠিক হয়নি। তবে অধিকাংশ অভিনেতা-অভিনেত্রী ঠিক হয়ে গেছে। শুভর নায়িকা হিসেবে থাকবেন বাংলাদেশের নায়িকা নুসরাত ফারিয়া। অন্যান্য চরিত্রে থাকবেন বাংলাদেশের অমিত হাসান, রেবেকা, ভারতের রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত, বিশ্বজিৎ সরকার প্রমুখ। আশা করা হচ্ছে ডিসেম্বরে সিনেমাটির শুটিং শুরু হবে।





 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রনির তৃতীয় শাকিব নেই

১৪ অক্টোবর, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ