Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বার্লিনে ‘প্রশ্নবিদ্ধ’ নির্বাচন সিদ্ধান্ত দেবে আদালত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

জার্মানির বার্লিন রাজ্যের রিটার্নিং অফিসার পেট্রা মিশায়েলিস জানিয়েছেন, গত ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনের দিন রাজ্যের দুটি আসনে নির্বাচনি নীতিমালা লঙ্ঘিত হয়েছে। সেখানে আবার ভোটগ্রহণ করা হবে কিনা সে সিদ্ধান্ত নিতে রাজ্যের সাংবিধানিক আদালতকে বৃহস্পতিবার অনুরোধ করেন তিনি।

মিশায়েলিস জানান, ভোটারদের ভুল ব্যালট পেপার দেয়া হয়েছে। এছাড়া পর্যাপ্ত ব্যালট পেপার না থাকায় কিছু ভোটকেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল। তিনি মনে করছেন, ঐ দুই আসনে বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বীর মধ্যে ভোটের ব্যবধান কম হওয়ায় এসব বিষয় ফলাফলে প্রভাব রাখতে পারে।

মোট দুই হাজার ২৫৭টি ভোটকেন্দ্রের মধ্যে ২০৭টিতে (প্রায় দশ শতাংশ) এমন অবস্থা তৈরি হয়েছিল। ‘এই সংখ্যা আমাদের মনে ভীতি ও হতাশার জন্ম দেয়া উচিত’, বলে মন্তব্য করেছেন মিশায়েলিস। নির্বাচন আয়োজনে এমন ব্যর্থতার জন্য তিনি পদত্যাগ করেছেন। অর্গ্যানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোণ্ডঅপারেশনের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ললিতা সিগানে বলেছেন, বার্লিনের ভোটকেন্দ্রে সমস্যার বিষয়টি তাদেরও চোখে পড়েছে।

বার্লিন রাজ্য নির্বাচনে সামাজিক গণতন্ত্রী এসপিডি দল ২১ দশমিক চার শতাংশ, সবুজ দল ১৮ দশমিক নয় শতাংশ এবং খ্রিস্টীয় গণতন্ত্রী সিডিইউ ১৮ দশমিক এক শতাংশ ভোট পেয়েছে।

২৬ সেপ্টেম্বর জার্মানিতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেদিন বার্লিনের ভোটাররা বুন্ডেসটাগের জন্য সাংসদ নির্বাচনের পাশাপাশি তাদের রাজ্য সংসদের জন্যও সদস্য নির্বাচন করেন। এছাড়া স্থানীয় পরিষদ নির্বাচন ও অনেকগুলো আবাসিক ভবনের মালিক বেসরকারি কোম্পানিগুলো সরকারীকরণ করা হবে কিনা, সে বিষয়ে একটি গণভোটও সেদিন অনুষ্ঠিত হয়। সূত্র : ডয়চে ভেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ