Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষায় সরকার ব্যর্থ হয়েছে: ডা. জাফরুল্লাহ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২১, ৩:১৮ পিএম

কুমিল্লায় পূজা মণ্ডপে হামলার দায় ভার সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। সেইসঙ্গে কুমিল্লায় পূজা মণ্ডপে হামলায় সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষায় সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।
আজ শুক্রবার কুমিল্লায় ঘটনাস্থল পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি নানুয়া দীঘিরপাড়, দেশওয়ালী পট্টি, কাপড়িয়া পট্টি ও ঘোষগাঁও গ্রাম পূজামণ্ডপ পরিদর্শন করেন। ডা. জাফরুল্লাহ বলেন, 'দশমীর বিসর্জনের পূর্বে এই প্রতিমা বিসর্জন দেওয়া লজ্জাজনক।'
এ সময় ডা. জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে জোনায়েদ সাকি, শেখ রফিকুল ইসলাম বাবলু, নঈম জাহাঙ্গীর, ইশতিয়াক আজিজ ঊলফাত ও ব্যারিস্টার সাদিয়া আরমান উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডা. জাফরুল্লাহ চৌধুরী

৫ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ