Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

অসুস্থ হয়ে হাসপাতালে!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২১, ১২:০৬ এএম

গত বুধবার রাতেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং। তিনি নয়াদিল্লি এইমসের কার্ডিওলজি বিভাগে চিকিৎসাধীন। মনমোহনের জ্বর এখনও কমেনি। তবে হাসপাতাল সূত্রে জানানো হয়, প্রথম দিনের তুলনায় গতকাল শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে প্রাক্তন।
মনমোহন সিং অসুস্থতার খবর পেয়ে টুইট করে দ্রæত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপর সিং পুরীরা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাÐব্য মনমোহন সিংকে দেখতে এইমসে যান।
চলতি বছরের এপ্রিলে কোভিডে আক্রান্ত হয়ে দিল্লির এইমসেই ভর্তি হয়েছিলেন ৮৯ বছর বয়সী মনমোহন সিং। এর আগে গত বছরও বুকের সমস্যা নিয়ে রাজধানীর এইমসের কার্ডিওলজি বিভাগে ভর্তি হয়েছিলেন ভারতের ত্রয়োদশতম প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, ২০০৯ মনমোহন সিংয়ের করোনারি বাইপাস অস্ত্রোপচার হয়েছিল। এর আগেও ২০০৪ সালে তার হৃদযন্ত্রে স্টেন বসেছিল। সূত্র : হিন্দুস্থান টাইমস, এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ