Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই মাছ ব্যবসায়ীর জেলজরিমানা

প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা
গোপালগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রির দায়ে সবুর বিশ্বাস (৩০) নামে এক ব্যবসায়ীকে কারাদ- ও কৃষ্ণ বিশ্বাস (২৭) নামে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গত বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি বাজারে ও গোপালগঞ্জ শহরের বটতলা বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারকরা ওই দুব্যবসায়ীকে জেল ও জরিমানা করেন। তাদের কাছ থেকে উদ্ধারকৃত ৫৮ কেজি ৭শ’ গ্রাম মাছ জনসম্মুখে বিনষ্ট করা হয়। টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা জানান, উপজেলার পাটগাতী বাজারে মাছ ব্যবসায়ী সবুর বিশ্বাস নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ বিক্রি করছিলেন। খবর পেয়ে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩০ কেজি ইলিশ মাছ আটক করে নষ্ট করি। পরে ওই মাছ ব্যবসায়ীকে এক বছরের কারাদ- দিয়ে জেলহাজতে পাঠানো হয়। তিনি টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের হেকমত বিশ্বাসের ছেলে। অপরদিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম জানান, শহরের বটতলা বাজারে কৃষ্ণ বিশ্বাস প্রকাশ্যে ইলিশ মাছ বিক্রি করছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৮ কেজি ৭শ’ গ্রাম ওজনের ৪১টি ইলিশ মাছ জব্দ ও  বিনষ্ট করা হয়। এ সময় ওই ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। কৃষ্ণ বিশ্বাস গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা গ্রামের মন্মথ বিশ্বাসের ছেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুই মাছ ব্যবসায়ীর জেলজরিমানা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ