Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

নিখোঁজের ৩ দিন পর কৃষকের লাশ উদ্ধার

প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা
ঝালকাঠির রাজাপুরের কানুনিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে ইব্রাহিম খান (৫০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার পর লাশ জঙ্গলে (পরিত্যক্ত বাগান) লুকিয়ে অভিযোগ উঠেছে। নিখোঁজের ৩ দিনপর বুধবার রাতে ওই কৃষকের বাড়ির পাশের একটি জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। ইব্রাহিম উপজেলার কানুনিয়া গ্রামের মকবুল খানের ছেলে। তিনি কৃষিকাজ ও মাছ ধরে সংসার চালাতেন। গতকাল বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য তার লাশ ঝালকাঠি মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে ইলিয়াচ খান বাদি হয়ে দুপুরে ১০ জনের নাম উল্লেখসহ ২২ জনের নামে হত্যার ধারায় রাজাপুর থানায় মামলা দায়ের করেছেন। নিহতের ছেলে ইলিয়াচ খান অভিযোগে জানান, জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে স্থানীয় প্রতিপক্ষরা তার বাবার শরীরের বিভিন্ন স্থানে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে লাশ জঙ্গলে লুকিয়ে রাখে। নিখোঁজের ঘটনায় গত বুধবার সকালে রাজাপুর থানায় জিডিও করেছিলো তার পরিবার। স্থানীয় ইউপি সদস্য মনির সিকদার জানান, বুধবার বিকেলে ওই জঙ্গল থেকে লাশের গন্ধ ছাড়ালে খুঁজতে গিয়ে ইব্রাহিমের লাশ দেখতে পান। পরে রাজাপুর থানা পুলিশকে বিষয়টি জানান। গত সোমবার সকালে ওই কৃষক বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। গত বুধবার সকালে পরিবারের পক্ষ থেকে নিখোঁজের ঘটনায় রাজাপুর থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করা হয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিখোঁজের ৩ দিন পর কৃষকের লাশ উদ্ধার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ