Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৎস্য খামার লিজ নেয়াকে কেন্দ্র করে একই পরিবারের ৩ জনকে লাঠিপেটা

প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মৎস খামার লিজ নেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন একই এলাকার তিনজনকে লাঠিপেটা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার উপজেলার বাড়িয়াছনি এলাকায় এ ঘটনা ঘটে। পারভেজ মিয়া জানান, একই এলাকার হেলাল উদ্দিনের সঙ্গে পারভেজ মিয়ার দীর্ঘদিন ধরে আর্মি হাউজিংয়ের মৎস্য খামারটি নিয়ে বিরোধ চলে আসছিলো। এর জের ধরেই রাজিব, ইব্রাহিম, তছলিম, জালালসহ অজ্ঞাত ৪/৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত রাস্তায় একা পেয়ে পারভেজের চাচা জয়নাল হকের পথরোধ করে। জয়নাল হক পথরোধ করার কারণ জিজ্ঞাসা করলে হেলাল উদ্দিন ও তার লোকেরা জয়নাল হককে এলোপাতাড়িভাবে পিটিয়ে গুরুতর আহত করে। এক পর্যায় জালাল জয়নাল হককে গলা চেপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। জয়নাল হকের ডাক-চিৎকারে দাদা আব্দুল হাসেম ও চাচা বাবু বাঁচাতে এগিয়ে আসলে হেলাল উদ্দিন তার লোকজন তাদেরও পিটিয়ে আহত করে। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হেলাল ও লোকজন প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। আহতদের গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের তদন্ত মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৎস্য খামার লিজ নেয়াকে কেন্দ্র করে একই পরিবারের ৩ জনকে লাঠিপেটা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ