Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঁচ ধারাবাহিকে অভিনয় নিয়ে ব্যস্ত আইরিন তানি

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২১, ১২:০৭ এএম

ছোটপর্দার অভিনেত্রী আইরিন তানি নিয়মিত ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। তার অভিনয় প্রশংসিত হওয়ায় নির্মাতারাও তাকে নিয়ে একের পর এক ধারাবাহিকে কাজ করছেন। আকাশ রঞ্জন পরিচালিত বৈশাখী টিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘বউ শ্বাশুড়ি’তে বউ চরিত্রে অভিনয় করে এখন বেশ আলোচনায় রয়েছেন তিনি। এ ধারাবাহিকের পাশাপাশি আইরিন তানি নতুন পাঁচটি ধারাবাহিকের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। ফলে তাকে মাসজুড়ে শুটিংয়ে ব্যস্ত থাকতে হচ্ছে। আইরিন জানান, আগামী ৪ নভেম্বর থেকে তিনি জাহিদ হাসানের পরিচালনায় একটি নতুন ধারাবাহিক নাটকের কাজ শুরু করবেন। বর্তমানে আকাশ রঞ্জনের ‘বউ শ্বাশুড়ি’, সঞ্জিত সরকারের ‘চিটার অ্যান্ড জেন্টলম্যান’, আশীষ রায়ের ‘মান অভিমান’, সজীব মাহমুদের ‘হৈ চৈ ডটকম’ ধারাবাহিকের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। আইরিন তানি বলেন, করোনার পর এখন একটু ব্যস্ততা বেড়েছে। সবাই বলেন ব্যস্ততাই সুস্থতা। সত্যিই তাই। আমরা যখন কাজের মধ্যে থাকি তখন আলহামদুলিল্লাহ সুস্থ থাকি, ভালো থাকি। আমি বর্তমানে যেসব ধারাবাহিকে কাজ করছি প্রত্যেকটি নাটকেরই গল্প সুন্দর। আমাদের জীবনের গল্প উঠে এসেছে এসব ধারাবাহিকে। প্রত্যেকটি চরিত্রে আমি নিজেকে যথাযথভাবে উপস্থাপনের চেষ্টা করছি। আশা করছি, দর্শকের ভালো লাগবে। আইরিন তানি জানান আগামী ১৮ অক্টোবর তিনি হীরার পরিচালনায় নতুন একটি বিজ্ঞাপনে কাজ করবেন। আইরিন তানি অভিনীত প্রথম সিনেমা বাদল খন্দকার পরিচালিত ‘বিদ্রোহী পদ্মা’। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন শামস সুমন। আইরিন তানি কলকাতার সিনেমাতেও অভিনয় করেছেন। বিজ্ঞাপনে, সিনেমা এবং নাটকে অভিনয় করেই তিনি পরিচিতি পেয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইরিন তানি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ