রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা
কুমিল্লার চৌদ্দগ্রামে মোবাইল চোরকে জিজ্ঞাসাবাদ করায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় অন্তঃসত্ত্বা এক মহিলাসহ চারজন আহত হয়েছে। উপজেলার আলকরা ইউনিয়নের দামারপাড়া গ্রামের পশ্চিম পাড়ায় গত মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১৫ জনের নামে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, গত ১১ অক্টোবর মঙ্গলবার ভোর বেলায় দামারপাড়া গ্রামের সামছুল হকের ছেলে খোরশেদ আলম সোহাগের বাড়িতে মোবাইল ফোন চোর ধরা পড়ে। পার্শ্ববর্তী আবদুল করিমের বাড়িতে ইতোপূর্বে কয়েকটি মোবাইল চুরি হওয়ায় তিনিও চোরকে জিজ্ঞাসাবাদ করে। এতে সোহাগ ক্ষিপ্ত হয়ে করিম, তার মামা বেল্লাল হোসেন ও দুলাল মিয়ার নামে মিথ্যা চুরির অভিযোগ তুললে বাকবিতন্ডার ঘটনা ঘটে। এরই জের ধরে দুপুরে সোহাগের নেতৃত্বে আরও ১৪ জন ধারালো রামদা, কিরিছ, চাইনিজ কুড়াল, দা-ছেনী ও লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে করিমের বাড়িতে হামলা ও ভাঙচুর করে। এতে তার সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করে। হামলাকারীরা করিমের মামা বেল্লাল হোসেনের ঘরও ভাঙচুর করে। এ ঘটনায় করিম বাদি হয়ে চৌদ্দগ্রাম থানায় সোহাগসহ ১৫ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এসআই বছির উদ্দিন জানান, এ ঘটনায় পাল্টাপাল্টি দুইটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।