Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সহজ চাষযোগ্য ও লাভজনক হওয়ায় সরিয়া চাষে আগ্রহ বাড়ছে কৃষকের

রামুতে মাঠ দিবস উদযাপন

প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

রামু (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা : কক্সবাজার কৃষি সম্প্রসারণ অধিদফরের উপ-পরিচালক আ.ফ.ম শাহরিয়ার বলেছেন, সরকার কৃষি পণ্যের উৎপাদন বাড়ানোর পাশাপাশি, নায্যমূল্য নিশ্চিত করে কৃষকের মুখে হাসি ফোটাতে কাজ করে যাচ্ছে। এ জন্য উন্নত প্রযুক্তির মাধ্যমে ফসল উৎপাদনে কৃষকদেরও সচেতন হতে হবে। রামুতে সরিষা চাষের বিপুল সম্ভাবনা থাকলেও এখানকার কৃষকরা সরিষা চাষে এতদিন আগ্রহী ছিলেন না। এখন সহজ চাষযোগ্য ও লাভজনক হওয়ায় এ অঞ্চলে সরিষা চাষে মানুষের আগ্রহ বেড়েছে। এ ধারাবাহিকতা ধরে রাখতে পারলে দেশে তেল আমদানির প্রয়োজন হবে না। এতে কৃষকদের পাশাপাশি দেশও লাভবান হবে। কক্সবাজারের রামু উপজেলায় চাষী পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও পিয়াজ বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় সরিষা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত বুধবার সকাল দশটায় রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসেরচর গ্রামে আয়োজিত মাঠ দিবস অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা বীজ প্রত্যয়ন অফিসার আবদুল জলিল ম-ল, রামু উপজেলা কৃষি কর্মকর্তা আবু মাসুদ ছিদ্দিকী ও রামু প্রেসক্লাবের অর্থ সম্পাদক সোয়েব সাঈদ। ফতেখাঁরকুল সিআইজির সভাপতি কৃষক আমান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে সরিষা চাষী শফিউল আলম ও কলিম উল্লাহ। উপ-সহকারী কৃষি কর্মকর্তা ছোটন কান্তি দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপ-সহকারী কৃষি কর্মকর্তা রোবিনা খানম ও শ্রীকান্ত দে, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও কৃষকদের মধ্যে মোহাম্মদ, আবু তাহের, মুজিবুর রহমান, মামুনুর রশিদ, আহমেদুল হক, আবুল কালাম, আবদুল কাদেরসহ স্থানীয় দুই শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, হাফেজ আজিজুর রহমান। পরে অতিথিরা চাষী পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও পিয়াজ বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় স্থানীয় কৃষক শফিউল আলমের সরিষা ক্ষেত পরিদর্শন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সহজ চাষযোগ্য ও লাভজনক হওয়ায় সরিয়া চাষে আগ্রহ বাড়ছে কৃষকের
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ