Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) উপজেলা সংবাদদাতা
দামুড়হুদার দুধপাতিলা গ্রামের মোকামতলার একটি আম বাগান থেকে তিনটি শক্তিশালী বোমাসহ দেশীয় ধারালো অস্ত্র ও লোহার সাঁড়াশি উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার সকাল ১০টার দিকে দামুড়হুদা থানা পুলিশ বোমা ও অস্ত্র উদ্ধার করে। পুলিশ ও গ্রামবাসী জানায়, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বড় দুধপাতিলা গ্রামের ঠা-ু মিয়ার বাগানের মধ্যে একটি ব্যাগ ও ধারালো অস্ত্রশস্ত্র পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে ৩টি শক্তিশালী তাজা বোমা, ৪টি হেসো, ৩টি সাঁড়াশি বা ডাইস, একটি সøাইরেঞ্চ, ১টি স্ক্রু-ড্রাইভার, ১টি নতুন গামছা, ১টি থ্রী-কোয়ার্টার প্যান্ট, ২টি জাঙ্গিয়া ও ১টি কালো রংয়ের শার্ট উদ্ধার করে। দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম জানান, ধারণা করা হচ্ছে ডাকাতির উদ্দেশ্যে কে বা কারা এখানে বোমা ও দেশী অস্ত্রগুলো রাখতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ