গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত ১০ অক্টোবর রাতে চট্টগ্রামে নিজ বাসায় পড়ে গিয়ে কোমরে আঘাত পান ইঞ্জিনিয়ার মোশাররফ। গতকাল বুধবার (১৩ অক্টোবর) চট্টগ্রাম থেকে ঢাকায় আনা হয় তাঁকে।
বিএসএমএমইউ সূত্রে জানা গেছে, তাঁর শারীরিক অবস্থা ভালো আছে। সব ধরনের পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট দেখে আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত জানাবেন।
ইঞ্জিনিয়ার মোশাররফের ব্যক্তিগত সহকারী নূর খান বলেন, সাবেক মন্ত্রীর শারীরিক অবস্থা এখন ভালো। বাসায় পড়ে আঘাত পেয়েছিলেন। বুধবার বঙ্গবন্ধু মেডিক্যালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার সব রিপোর্ট দেখে আজ (বৃহস্পতিবার) সিদ্ধান্ত জানাবেন চিকিৎসকরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।