রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা
ছাতকের মারাত্মক ভাঙন কবলিত নোয়ারাই-বালউরা-বাংলাবাজার-বাঁশতলা সড়কটি দুই যুগেও সংস্কারের কোনো উদ্যোগ নেয়া হচ্ছে না। ১৯৯১ সালে এটি পাকাকরণের পর আর কোনো মেরামত বা সংস্কার কাজ না হওয়ায় চলাচলের ক্ষেত্রে মারাত্মক ঝুঁবিপূর্ণ হয়ে উঠেছে এ সড়কটি। সামান্য বৃষ্টি হলেই সড়কের ওপর জমে হাঁটু পানি। ফলে হেঁটে এমনকি গাড়িতে চলাচল করা চরম দুর্ভোগের কারণ হয়ে ওঠে। এ অবস্থার পরিত্রাণ চেয়ে বিভিন্ন মহলে ধরনা দিচ্ছেন এলাকাবাসী। কিন্তু এলাকাবাসীর কাছে এ দুর্ভোগ থেকে উত্তরণের যেন কোনো পথ খোলা নেই। ছাতকের নোয়ারাই থেকে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার হয়ে সীমান্তবর্তী মুক্তিযোদ্ধের স্মৃতিসৌধ বাঁশতলা পর্যন্ত সড়কে ২০০৮ সালে সংস্কারের কথা থাকলেও দীর্ঘ ৮ বছরেও সংস্কার ও মেরামতের কোনো উদ্যোগ নেয়া হয়নি। ১৯৯১ সালে দোয়ারাবাজারবাসীর যাতায়াতের ক্ষেত্রে দীর্ঘদিনের দুঃখ-দুর্দশা লাঘব করতে সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন নোয়ারাই হতে বাংলাবাজার ও পরে বাঁশতলা সড়কটি পাকার কাজ সম্পন্ন করেন। এটি দোয়ারাবাজার সদর, নরসিংপুর, বাংলাবাজার, বগুলা, বৃহত্তর লক্ষীপুর ও ছাতকের নোয়ারাইসহ বিভিন্ন ইউনিয়নবাসীর যাতায়াতের একমাত্র অবলম্বন। সড়কের মধ্যে বড় বড় গর্ত এখন যেন একেকটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। ফলে নোয়ারাই হতে বাংলাবাজার পৌঁছতে সিএনজি-অটোরিকশাযোগে ১৫-২০ মিনিটের রাস্তায় লাগে আড়াই থেকে ৩ ঘণ্টা। ভাড়া গুনতে হচ্ছে চারগুণ বেশি। এলাকায় বসবাসরত সাধারণ জনগণ/সিনজি/টেম্পোচালকসহ এলাকাবাসীর দাবি হচ্ছে, জনস্বার্থে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মারাত্মক ভাঙন কবলিত এ রাস্তার সংস্কার ও মেরামত কাজে এগিয়ে আসবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।