Inqilab Logo

শনিবার , ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৫ আশ্বিন ১৪৩০, ১৪ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরী

মাগুরায় কথিত বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

মাগুরা জেলা সংবাদদাতা : মাগুরা-যশোর সড়কের মঘির ঢাল নামক স্থানে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে কামাল ফকির (৩৫) নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি দেশী বন্দুক, ২ রাউন্ড গুলি, চাপাতি, গাছ কাটা করাত উদ্ধার করে। মাগুরা সদর থানার এসআই শেখ মিলন হোসেন জানান, রাতে কামাল ডাকাত ও তার সঙ্গীরা মাগুরা-যশোর সড়কের মঘির ঢালে রাস্তায় গাছ ফেলে বাস ডাকাতির চেষ্টা করছে এমন ঘবর পেয়ে মাগুরা সদর থানা ও ডিবির টহল দল ঘটনা স্থলে গেলে পুলিশকে লক্ষ্য করে ডাকাতরা গুলি চালায় এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে ডাকাতরা পালিয়ে যায়। সেখান থেকে নিহত কামালের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত কামাল মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের শ্যাওলা ডাঙ্গা গ্রামের আফসার ফকিরের ছেলে। কামালের বিরুদ্ধে মাগুরাসহ পার্শ্ববর্তী থানায় একাধিক ডাকাতি, ছিনতাইসহ নাশকতার মামলা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাগুরায় কথিত বন্দুকযুদ্ধে ডাকাত নিহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ