Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাবান দিয়ে কাপড় কাচছে!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২১, ১২:০১ এএম

শিম্পাঞ্জিকে চিড়িয়াখানায় দেখে মানুষ অভ্যস্ত। আর মানুষ এই পৃথিবীর শ্রেষ্ঠ জীব। অথচ মানুষ ও শিম্পাঞ্জির মধ্যে ডিএনএ-র ফারাক সামান্য। তা যে নিছক বৈজ্ঞানিক দাবিমাত্র নয়, তার প্রমাণ আগেও মিলেছে বারবার। সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা গেল এক শিম্পাঞ্জির কাণ্ড। যা দেখে তাক লেগে গেছে নেটিজেনদের।
নেটবিশ্বে কত কিছুই ভাইরাল হয়। তবু তারই মধ্যে যেন বিশেষ হয়ে উঠতে পারে এই ভিডিও ক্লিপটি। ছোট্ট ওই ক্লিপে কী দেখা গেছে? ভিডিওতে দেখা যায়, নদীর পাশে বসে রয়েছে শিম্পাঞ্জিটি। আর সেখানে বসে বসেই সে কাচতে শুরু করেছে একটি হলুদ টি-শার্ট।

কাপড় কাচার স্টাইল একেবারে মানুষের মতো। প্রথমে শার্টের উপরে হাত বুলিয়ে সেটিকে মসৃণ করে নিয়ে শুরু হয় সাবান লাগানো। তারপর সেটিকে কাচতে ব্যস্ত হয়ে পড়ে সে। সামান্য সময়ের ভিডিওটি দেখে চোখ ফেরানো দায়।
শিম্পাঞ্জি যে মানুষকে নিখুঁত ভাবে নকল করতে ওস্তাদ, তার প্রমাণ বারবার মিলেছে। এই ভিডিও তারই এক উৎকৃষ্ট প্রমাণ। দেখে বোঝাই যাচ্ছে খুব নিবিড় ভাবে কাউকে কাপড় কাচতে দেখেই সে সব কায়দাকানুন শিখে ফেলেছে।

ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করেছেন জনৈক ইউজার শচীন শর্মা। চোখের পলক ফেলতে না ফেলতেই লক্ষাধিক মানুষ দেখেছেন ভিডিওটি। সেই সঙ্গে কমেন্টবক্স উপচে পড়েছে নানা মন্তব্য ও ইমোজিতে।
শিম্পাঞ্জির সঙ্গে মানুষের ডিএনএ-র মিল ৯৮.৮ শতাংশ। একটু লক্ষ্য করলেই দেখা যায় কতটা বুদ্ধিদীপ্ত আচরণ তাদের। এর মধ্যে অন্যতম নকলনবিশি। যারা চিড়িয়াখানায় নিয়মিত শিম্পাঞ্জিদের কাণ্ড দেখেন, তারা অবশ্য এই ভিডিও দেখে অবাক হবেন না। সূত্র : এনডিটিভি, ডিএনএ ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ