মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সাপকে সবাই ভয় পায়। আর সাপকে পোষ মানানো মুখের কথা নয়। তবে ব্যতিক্রম হচ্ছে এই যুবকের কাণ্ডকারখানা। তিনি নির্ভয়ে সাপের মাথায় পানি ঢেলে গোসল করিয়ে দিচ্ছেন। তারপর পানিও খেতে দিচ্ছেন। যুবকটি সত্যিই যেন অসম্ভবকে সম্ভব করেছেন। আর এই ভিডিও ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায়।
কল থেকে বালতিতে পানি ভরছেন এক যুবক। তার সামনে ফণা তুলে রয়েছে কেউটে। তবে তাতে তার কোনও ভয় নেই। কারণ তিনি তো সাপ ভালবাসেন। সাপের খেয়াল রাখতেই তো এভাবে বালতিতে পানি ভরছেন তিনি। তারপর পানি ঢালছেন সাপের মাথায়। সাপটিও কোনও রকম নড়াচড়া করছে না।
সম্ভবত সাপও বুঝতে পারছে তার আদর ও কদর! অধিকাংশ ক্ষেত্রে লোকজন সাপ দেখলে আঁতকে ওঠে। কারণ সাপের কামড়ে মৃত্যু পর্যন্ত হয়। তবে এই ঘটনা পুরোপুরি আলাদা। যা দেখে নেটিজেনরা বিস্মিত।
কোথাকার এই ভিডিও এবং যুবকটি কে? এসবের সঠিক জবাব পাওয়া যায়নি। তবে এখনও যে পশুপ্রেম মানুষের মধ্যে রয়েছে তা দেখেই বাহবা দিচ্ছেন সবাই। ভয়ঙ্কর রূপের প্রাণী দেখলেই পিটিয়ে মেরে ফেলা বা উত্যক্ত করার প্রবণতা প্রায়ই দেখা যায়। সেখানে এ ঘটনা একেবারেই আলাদা। আর তা দেখেই পশুপ্রেমীরা খুশি হয়েছেন।
ভিডিওটি খুবই জনপ্রিয় হয়েছে। ভিডিওটি সামনে আসতেই লাইক ও কমেন্টের বন্যা বয়ে গেছে। ইতোমধ্যেই ৩৩ লাখ লাইক পেয়েছে ভিডিওটি। সবাই লিখছেন যে, পশুদের সঙ্গে সঠিক ব্যবহার প্রয়োজন! সূত্র : নিউজ ১৮।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।