নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
চলতি বছরের সেপ্টেম্বরে আর্জেন্টিনা-ব্রাজিলের ম্যাচটি স্থগিত হয় করোনা জটিলতায়। সেই ম্যাচটির ভাগ্যে কী আছে, এখনো নিশ্চিত নয়। যদিও তখন জানা গিয়েছিল, কনমেবেলের নিয়ম অনুযায়ী আর্জেন্টিনাকে জয়ী ঘোষণা করা হবে।
ব্রিটিশ সরকারের লাল তালিকাভুক্ত দেশগুলোর একটি ব্রাজিল। ইংল্যান্ড থেকে সরাসরি ব্রাজিলে গিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে নামায় আর্জেন্টিনার চার খেলোয়াড়কে বাধা দেন স্বাস্থ্য কর্মকর্তারা। স্বাস্থ্য কর্মকর্তাদের বাঁধার মুখে সাও পাওলোতে ম্যাচের সাত মিনিটের মাথায় বাতিল হয়ে যায় ম্যাচটি। ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি ছিল, কোয়ারেন্টিনের নিয়ম ঠিকঠাক মানেননি সেই চার আর্জেন্টিনা খেলোয়াড়।
দক্ষিণ আমেরিকা মহাদেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবেলের সভাপতি আলেহান্দ্রো ডমিঙ্গেজ অবশ্য এখনো ম্যাচটি খেলানোর পক্ষে। এক সাক্ষাৎকারে ডমিঙ্গেজ বলেছেন, ‘আমরা বিশ্বাস করি, ম্যাচটি মাঠেই সমাধান হওয়া উচিত।’
অবশ্য পরে তিনি যোগ করেন, এই সিদ্ধান্ত কনমেবেলের হাত নেই। আর যাদের কোর্টে বল ঠেলেদিয়েছেন সেই ফিফাও এখনো ঠিক করতে পারেনি ম্যাচটি আদৌ হবে কি না।
এদিকে, বাংলাদেশ সময় আগামীকাল ভোরে ফের মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা। তবে একে অপরের প্রতিদ্ব›দ্বী হয়ে নয়। কনমেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে ঘরের মাঠে কাল ভোর সাড়ে ৫টায় লিওনেল মেসিদের প্রতিপক্ষ পেরু, তার ঠিক ঘন্টা খানেক বাদে নিজেদের মাটিতে প্যারাগুয়েকে আতিথেয়তা দেবেন নেইমাররা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।