Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সূচকের পতন পুঁজিবাজারে

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। গতকাল ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। তবে উভয় শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসই’র প্রধান ডিএসইএক্স সূচক ৬৫ দশমিক ৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ২৪৮ দশমিক ৪৪ পয়েন্টে। এর আগে ১০ অক্টোবর ডিএসইএক্স সূচক ৭ হাজার ৩৬৭ দশমিক ৯৯ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো। একইভাবে ডিএসই-৩০ সূচক ৩২ দশমিক ৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৭১৭ দশমিক ৫৬ পয়েন্টে। এর আগে ৬ অক্টোবর ডিএস-৩০ সূচক ২ হাজার ৭৮৭ দশমিক ৮১ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।
এদিকে, ডিএসইএস সূচক ২৪ দশমিক ৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫৬৬ দশমিক ৬০ পয়েন্টে। গত ৬ অক্টোবর ডিএসইএস সূচক ১ হাজার ৬০০ দশমিক ২৫ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো। দিন শেষে ডিএসইতে ৩৭৬ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ২৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। ডিএসইতে এদিন ১ হাজার ৯৪৪ কোটি ৬২ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৮২ কোটি টাকা বেশি।
অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সিএসইএক্স সূচক ১১৮ দশমিক ০৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৭১০ দশমিক ৬৯ পয়েন্টে। গত ৩ অক্টোবর সিএসইএক্স সূচক ১২ হাজার ৯৪০ দশমিক ৫১ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো। আর সার্বিক সিএএসপিআই সূচক ১৯৯ দশমিক ৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২১ হাজার ১৬১ দশমিক ১৯ পয়েন্টে। এর আগে ৩ অক্টোবর সিএএসপিআই সূচক ২১ হাজার ৫৪৯ দশমিক ২৪ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো। এছাড়া, সিএসআই সূচক ২২ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫০ দশমিক ৯৩ পয়েন্টে। এর আগে ৩ অক্টোবর সিএসআই সূচক ১ হাজার ৩৮২ দশমিক ৬৭ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো। এদিন সিএসইতে ৩১৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ২০১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। দিন শেষে সিএসইতে ৬১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২ কোটি টাকা কম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুঁজিবাজার

২৪ নভেম্বর, ২০২২
১০ নভেম্বর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৮ সেপ্টেম্বর, ২০২২
২২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ