Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাংবাদিকের ভূমিকায় ভূমি পেদনেকার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

ছেলে আরিয়ানকে নিয়ে সাম্প্রতিক ঝামেলা মোকাবেলার জন্য শাহরুখ খান পুরো সময়টা ব্যয় করছেন। কাজ থেকে দূরে রইলেও তিনি তার প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের কর্মীদের তাদের কাজ অব্যাহত রাখতে নির্দেশ দিয়েছেন। শাহরুখের অভিনয়ে অ্যাটলি কুমার পরিচালিত আগামী ফিল্মটির কাজ আপাতত শাহরুখের বডি ডাবল দিয়ে শুরু করা হয়েছে। আরেকটি ফিল্মের প্রি-প্রডাকশনের কাজ চলছে এবং প্রডাকশনের আরেকটি ফিল্মের কাজ অচিরেই শুরু হবে। একটি বিনোদন পোর্টালের তথ্য থেকে জানা গেছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ‘ভক্ষক’ নামে একটি ইনভেস্টিগেটিভ ক্রাইম-থ্রিলারের শুটিং শুরু করবে। এই ফিল্মটিতে অভিনয়ের জন্য ভূমি পেদনেকারকে বাছাই করা হয়েছে। ভূমি ফিল্মটিতে একজন অনুসন্ধানী সাংবাদিকের ভূমিকায় অভিনয় করবেন যে বিহারের একটি ভয়াবহ কেলেঙ্কারি উন্মোচনের জন্য কাজ করবে। ফিল্মটি পরিচালনা করবেন পুলকিত। পুলকিত এর আগে রাজকুমার রাও অভিনীত ‘বোস : ডেড অর অ্যালাইভ’ পরিচালনা করেছেন। পরিচালকই ‘ভক্ষক’-এর কাহিনী ও চিত্রনাট্য লিখবেন। জানুয়ারিতে শুটিং শুরু হবে। মুজাফফরপুরে ২০১৮তে একটি আশ্রয়কেন্দ্রে কয়েক ডজন আশ্রিতাকে নির্যাতন ও ধর্ষণের কাহিনী নিয়ে ফিল্মটি নির্মিত হবে। এই মামলায় উচ্চ আদালত ব্রজেশ ঠাকুরকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দেয়। প্রথমে অর্জুন কাপুরকে নিয়ে মার্চ ২০২০এ শুটিং শুরু হবার কথা থাকলেও প্যানডেমিক এবং বিলম্বের কারণে অর্জুন পিছিয়ে আসলে ভূমিকে নিয়ে নতুন করে শিডিউল করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ