মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তিনি টেনিস কোর্টের রাণী এবং ১৮ বারের গ্র্যান্ড সø্যাম জয়ী। টেনিসের বাইরে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের একজন কট্টর সমালোচক বলে পরিচিত। বিজেপি সরকারের সমালোচনায় বহু বার মুখ খুলেছেন।
এবার বিজেপি ও মোদিকে নিয়ে কিছু না-বলেও অনেক কথাই বলে ফেলেছেন। তিনি হচ্ছেন মার্টিনা নাভ্রাতিলোভা। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক টেনিস তারকা মার্টিনার সাম্প্রতিক টুইটের টার্গেট অবশ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে শাহের কথায় ছিল মোদির প্রশংসা।
মার্টিনা টুইটে ঘুরিয়ে মোদিকেও নিশানায় এনেছেন, সেটিই মনে করছেন অনেকে। তাৎপর্যপূর্ণ হল, নিজের ইঙ্গিতপূর্ণ টুইটে বিশেষ কিছুই বলেননি ১৮ বারের গ্র্যান্ড সø্যাম জয়ী। তারপরও তাতে মজেছেন টুইটার ব্যবহারকারীরা।
গত রোববার ‘সংসদ টিভি’-তে একটি সাক্ষাৎকারে মোদির ভ‚য়সী প্রশংসা করেছেন অমিত শাহ। তার মতে, ‘মোদির মতো জননেতা সহজে দেখা যায় না। তিনি একনায়ক নন, বরং জননেতা। সবার কথাই শোনেন। যদিও শেষ সিদ্ধান্ত তারই হয়। তিনি যে প্রধানমন্ত্রী!’
অমিত শাহের মন্তব্য নিয়ে সরাসরি প্রতিক্রিয়া না দিলেও সে সংক্রান্ত একটি প্রতিবেদন জুড়ে দিয়ে গত সোমবার মার্টিনার টুইট, ‘এবং আমার পরের রসিকতার জন্য... ’। বাকিটা উহ্যই রেখেছেন।
টুইটের সঙ্গে নিজের অবাক হওয়ার এবং স্মিত হাসির দু’টি ছবিও দিয়েছেন। এরপরই ওই টুইট ভাইরাল। রাজনৈতিক নেতা, সাংবাদিক থেকে সাধারণ মানুষের পছন্দ হয়েছে মার্টিনার টুইট। কমপক্ষে ৮ হাজারের বেশি মানুষ তা রি-টুইট করেছেন।
মার্টিনার টুইটের জবাবে এনসিপি-র সাধারণ সচিব সেলিম সারং লিখেছেন, ‘দারুণ শক্তিশালী টিপ্পনি। এবার ভারতের খ্যাতনামারা মার্টিনার বিরুদ্ধে টুইট করতে শুরু করবেন।’ জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রপরিচালক তথা সাংবাদিক বিনোদ কাপরির মন্তব্য, ‘আরও একটা গ্র্যান্ড সø্যাম!’ অন্য এক ব্যক্তির মতে, ‘এটা তো চ্যাম্পিয়নশিপ পয়েন্ট!’ সূত্র : দ্য উইক, দ্য কুইন্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।