মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
হঠাৎ বিকট এক শব্দে মহিলার ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখতে পান ছাদে ছিদ্র এবং বালিশের পাশে একটি পাথরের টুকরো। মাত্র কয়েক ইঞ্চির জন্য বেঁচে যায় তার মাথা। পরে জানা যায়, ওই পাথরটি আসলে উল্কা।
সম্প্রতি কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় এ ঘটনা ঘটেছে। রুথ হ্যামিলটন নামে ওই মহিলা বাড়িতে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বাড়ির ছাদ ভেঙে বালিশের ওপর একটি পাথরের টুকরো এসে পড়ে। আকাশ থেকে উল্কা এসে পড়ার বিকট শব্দে ঘুম ভেঙে মহিলা দেখেন আশপাশে ধুলো এবং ছাদ ফুটো হয়ে গেছে। এরপরই বালিশের পাশে পাথরের টুকরো পড়ে থাকতে দেখেন।
শব্দে ঘুম থেকে জেগে হ্যামিলটন এ কান্ড দেখে ভয় পেয়ে যান। কী ঘটেছে তা বুঝতে না পেরে পুলিশকে ফোন করেন। পুলিশ এসে ওই পাথরের টুকরো উদ্ধার করে নিয়ে যায়। পরে পরীক্ষা করে দেখা যায়, সেটি আসলে একটি উল্কার টুকরো এবং তা কয়েক কোটি বছরের পুরনো।
এ ঘটনা নিয়ে হ্যামিলট কানাডার স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ‘কী ঘটেছে তা বুঝতে না পেরে খুব ভয় পেয়েছিলাম। ভাবছিলেন পাথরটা ফেটে যাবে কি না। ভাগ্যের জোরে আমি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছি।’ সূত্র : ডেইলি মেইল, মিরর ইউকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।