Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবদুল করিম সাহিত্যবিশারদের জন্মবার্ষিকী উদযাপন

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২১, ১২:০৪ এএম

পটিয়ার কৃতীসন্তান, প্রাচীন বাংলা পুঁথি সাহিত্যের অমর গবেষক আবদুল করিম সাহিত্যবিশারদের ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় পটিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় আবদুল করিম সাহিত্যবিশারদ সার্ধশত জন্মবার্ষিকী উদযাপন পরিষদের কো-চেয়ারম্যান প্রদীপ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। বিশেষ অতিথি বক্তব্য রাখেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়ার মেয়র মো. আইয়ুব বাবুল। প্রধান আলোচক ছিলেন একুশে পদকপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব আহমেদ ইকবাল হায়দার। অধ্যাপক ভগীরথ দাশের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পরিষদের চেয়ারম্যান প্রফেসর আবু জাফর চৌধুরী, লেখক ও গবেষক মুহাম্মদ শামসুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদের ডীন প্রফেসর এবিএম আবু নোমান, সাহিত্যবিশারদ সংসদের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান, খলিলুর রহমান মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মুহম্মদ আবু তৈয়ব, অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু, পটিয়া প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ ছিদ্দিকী, ড. সংঘপ্রিয় মহাথেরো, কাউন্সিলর রূপক সেন, আবদুর রহমান রুবেল, পলাশ রক্ষিত। তিনি বলেন, পটিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে এ ধরনের সৃজনশীল কাজগুলোকে পৃষ্ঠপোষকতা করার ঘোষণা দেন। অনুষ্ঠান শেষে পুথিঁপাঠের আসর কবি গানসহ লোকসংগীত পরিবেশন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবদুল করিম সাহিত্যবিশারদ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ