Inqilab Logo

সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০১ আশ্বিন ১৪৩১, ১২ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বরেণ্য অভিনেতা ড. ইনামুল হকের মৃত্যুতে শোকে স্তব্ধ নাট্যাঙ্গন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২১, ১২:০৫ এএম

প্রথিতযশা নাট্যব্যক্তিত্ব ড. ইনামুল হকের মৃত্যুতে পুরো নাট্যাঙ্গণ শোকে স্তব্দ। অনেকে বিশ্বাস করতে পারছেন না তিনি নেই। সারাজীবন শিল্প-সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা মানুষটির বিদায়ে নাট্যাঙ্গণে শূন্যতা সৃষ্টি হয়েছে এবং তা সহজে পূরণ হওয়ার নয় বলে তারা মনে করছেন। মিডিয়ার পরিচিত জনেরা শোক প্রকাশ করছেন। শুধু তাই নয়, তার প্রিয় ছাত্র থেকে শুরু করে ভক্তরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানাচ্ছেন। ড. ইনামুল হকের মৃত্যুতে তিন নাট্য সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মামুনুর রশিদ, সুবর্ণা মোস্তাফা, আবুল হায়াত শোক বার্তা দিয়েছেন। মামুনুর রশিদ বলেন, খবরটা শুনেই খুব দুঃখ পেয়েছি। কিছু বলার মতো অবস্থা আমার নেই। দীর্ঘ দিনের বন্ধুকে হারিয়ে ফেললাম। ভীষণ ভালো মানুষ ছিলেন তিনি। অসাধারণ একজন বন্ধু ছিলেন। থিয়েটারের সত্য ও ত্যাগী একজন মানুষ ছিলেন। শিক্ষকতাও করেছেন। এমন একজনকে হারিয়ে ফেলা সত্যিই বড় ধরনের ক্ষতি। প্রিয় বন্ধুকে শেষবার দেখবো এবং শ্রদ্ধা জানাবো। আবুল হায়াত বরেন, আমাদের বন্ধুত্ব প্রায় ৫৫ বছরের। তাকে নিয়ে আসলে বলার কিছু নেই। একজন বন্ধু হারালাম, নাট্য সতীর্থ হারালাম, একজন ভালো মানুষকে হারালাম। একটা বড় শূন্যতা তৈরি হয়ে গেল। এটা কীভাবে পূরণ হবে আমি জানি না। জীবদ্দশায় সে অত্যন্ত অঙ্গীকারবদ্ধ এবং সজ্জন মানুষ ছিলেন। প্রতিশপ্রতি দেয়ার মতো এমন মানুষ কজন আছেন? একজন একজন করে চলে যাচ্ছে। তিনি ভালো অভিনেতা ছিলেন। নাটক, শিল্পী সব কিছুর ব্যাপারে অঙ্গীকারবদ্ধ ছিলেন। আসলে আমি মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছি। খুবই মর্মাহত আমি। সুবর্ণা মুস্তাফা আমি মর্মাহত, হতবাক, কিছুই বলার ভাষা নেই। শান্তিতে থাকুন ইনাম স্যার। আপনার মতো আর কেউ হবে না। লাকি ভাবি, হৃদি এবং প্রৈতির প্রতি আমার গভীর সমবেদনা। এই কঠিন সময় কাটিয়ে ওঠার শক্তি আপনাদের দিক। বরেণ্য অভিনয়শিল্পী সারা যাকের। কয়েকটি ছবি নিজ ফেসবুকে পোস্ট করে লিখেছেন, প্রিয় ইনাম ভাই, আপনার কথা মনে পড়ছে। আমরা কত সুন্দর সময় কাটিয়েছি। মঞ্চেই কেটে গেল সারা জীবন। তারপর চলেই গেলেন! আপনার আত্মার শান্তি কাননা করি। নাট্যকার মাসুম রেজা লিখেছেন, হারানোর পাল্লা অনেক বেশি ভারী হয়ে যাচ্ছে। আমাদের মতো হালকারা থেকে যাচ্ছি আর এক পাশে খ্যাতিমান নাট্যকার, নির্দেশক, অভিনেতা, একুশে পদকে ভ‚ষিত ড. ইনামুল হক চলে গেলেন। বিদায় ইনাম ভাই। আপনাকে অনেক ভালোবাসি। অভিনয়শিল্পী তানভীন সুইটি তার ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন, কত নাটকে আমার বাবা ছিলেন আপনি। আপনার আত্মার শান্তি কামনা করছি। অভিনয়শিল্পী তনিমা হামিদের স্ট্যাটাসে লিখেছেন, কী লিখব, কী বলব, চরম হাহাকার আর কষ্ট। কেন কেন কেন এভাবে চলে যেতে হয়... ইনাম চাচা, হায়!

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ