মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সম্প্রতি ‘বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন অফ নর্থ আমেরিকা নিউইয়র্ক চ্যাপ্টার ইনক’ এর দ্বিবার্ষিক সম্মেলন ২০২১ অনুষ্ঠিত হয়েছে। আমেরিকার নিউইয়র্ক শহরের লাগার্ডিয়া ম্যারিয়ট হোটেলে রাতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিভিন্ন অঞ্চলের ডাক্তারদের উপস্থিতিতে এ সম্মেলন মিলন মেলায় পরিণত হয়। স্মতিচারণমূলক আড্ডায় মেতে উঠেন সবাই। অনেক দিন পর সহকর্মীদের দেখে অনেকে আবেগতাড়িত হয়ে যান। নিজেদের মধ্যে কুশলাদি বিনিময় করেন। সাংস্কৃতিক পর্বে সবাই আনন্দে মেতে উঠেন। এতে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীতশিল্পী সৈয়দ আবদুল হাদী, কনক চাঁপা, তপন চৌধুরী, তনিমা হাদী প্রমুখ।
সংগঠনের সভাপতি মোহাম্মদ আলমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের চেয়ারম্যান ও অধ্যাপক মোহাম্মদ এস চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি সৈয়দ রহমান, সাধারণ সম্পাদক সিনহা এ মনসুর, যুগ্ম সম্পাদক মাহিদুল চৌধুরী, কোষাধ্যক্ষ নিহার সরকার, সাংগঠনিক সম্পাদক রিজওয়ান মুনতাসিন, কালচারাল ও সায়েন্টিফিক সম্পাদক শাহনাজ আলম, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ এম রহমান, দপ্তর, প্রেস ও পাবলিকেশন সম্পাদক মো. আলাল উদ্দিন, ইয়াং ফিজিসিয়ান সেক্রেটারী মো. মাসুম বিল্লাহ, সদস্য মোহাম্মদ এ রহমান, শাহ নাজমুল আলম, নাফিসুর রহমান, সৈয়দ আল-আমিন, তাসবিরুল আলম, মো. মতিউল হক, সাবেক সভাপতি তৌহিদ শিবলী প্রমুখ।
সভাপতি মোহাম্মদ আলম তার বক্তৃতায় বলেন, ‘আমরা সবাই মিলে মহামারীকে জয় করব। বিপদে-আপদে ও সুখে-দুঃখে আমরা সবাই একে অপরের পাশে থাকব। গত কয়েক বছর আমাদের সংগঠন নতুন ফিজিসিয়ানদের সহযোগিতায় প্রচুর কাজ করেছে। নতুন ফিজিসিয়ানদের প্রতিষ্ঠিত করার জন্য নিউইয়র্কে আমরা একটি সেন্টার স্থাপন করেছি।’ নতুন ডাক্তারদের ভালভাবে গাইড করার জন্য তিনি সবার প্রতি আহবান জানান। অনুষ্ঠানের গ্র্যান্ড স্পন্সর ছিল এসেনসিয়াল হোমকেয়ার। এসেনসিয়াল হোমকেয়ারের সিইও মোহাম্মদ হোসেন ইশতিয়াকও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।