Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ইসি নয়, মাহবুব তালুকদার নিজেই মানসিক রোগে আক্রান্ত : ওবায়দুল কাদের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২১, ৮:২৯ পিএম

নির্বাচন কমিশন কতিপয় জটিল অসুখে আক্রান্ত, তাকে বাঁচাতে মেডিকেল বোর্ড গঠন করতে হবে’- নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘অবাক লাগে, সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের কমিশনার মাহবুব তালুকদার একটি দলের হয়ে যেভাবে রাজনৈতিক বক্তব্য দিয়ে যাচ্ছেন; তাতে মনে হয় ইসি নয়-তিনি নিজেই জটিল ও কঠিন মানসিক রোগে আক্রান্ত। বর্তমান ইসির মূল সমস্যা হচ্ছেন তিনি নিজেই।’

সোমবার রাজধানীর মোহাম্মদপুর থানার ১৯ নং ওয়ার্ডের পাঁচটি ইউনিটের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিএনপিতে এখন বিচ্ছেদের সানাই বাজছেও বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী।

তিনি বলেন, একে একে নেতারা দল ছেড়ে যাচ্ছে। তাদের ২০ দলীয় জোটেও দেখা দিয়েছে ভাঙনের বিষাদের সুর। কাজেই বিএনপি নিজেরাই বিভক্ত হয়ে যাচ্ছে। এখন শুনছি কেন্দ্রীয় সম্মেলন না করে ঘরে বসেই কমিটি করবে। সম্মেলন নাই এ দলে। নিজেদের ঘরেই গণতন্ত্র নেই, তারা দেশে গণতন্ত্র কী করে আনবে? প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের



 

Show all comments
  • Kamal ১১ অক্টোবর, ২০২১, ৮:৩৮ পিএম says : 0
    রাজনীতিবিদদের কথা শুনতে শুনতে আমজনতাই মানষিক রুগি হয়ে গেছে।
    Total Reply(0) Reply
  • Md Rejaul Karim ১১ অক্টোবর, ২০২১, ৮:৫৬ পিএম says : 0
    ভুল ধরা খুব সহজ কিন্তুু সংশোধন করা খুবই কঠিন ।।। ইসি মাহবুব তালুকদার স্যার সঠিক মন্তব্যটি করেছেন।।।
    Total Reply(0) Reply
  • Kamal ১১ অক্টোবর, ২০২১, ৯:১৫ পিএম says : 0
    ইসি ব্ রাজনীতিবিদরা নয়,মানষিকরোগী হয়ে গেছেআমজনতা।
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ দলিলুর রহমান ১১ অক্টোবর, ২০২১, ১১:৫০ পিএম says : 0
    একজন ইসির মেম্বার অবশ্যই জানেন,যে নির্বাচনের নামে জনগণ কে ধোঁকা দিতেছে,আসলেই এটি নির্বাচন নয়,আচ্ছা একটি ছোট্ট দুধের শিশু সে ও মায়ের দুধ্ পান করার সময় দুই হাতে মায়ের বুকের দুই দিক হাত দিয়ে ধরে রাখে,এবং শান্তি ভাবে সে দুধ্ পান করে তৃপ্তি পায়,আওয়ামী লীগ ও এখন সেই রাস্তায় রাস্তায় গেছেন যেমন নিজের দলের রাষ্ট্র পতি কে দিয়ে সার্স গঠন করে নির্বাচন কমিশন গঠন করেন ,সেই নির্বাচন কমিশন সমস্ত পশাসনের তদবির করে আওয়ামী লীগ কে খেদমত করে ক্ষমতায় বসিয়ে দেন,সেটি কি বহু গণতন্ত্র হলো,মাহবুব তালুকদার ঠিকই বলেছেন,অবৈধ এই আওয়ামী লীগ বাকশালি সরকার এমনেই হয়ে গেছে ,দেশে যারা সত্য কথা বলেন তাদের কে মূল্য দিতে রাজি নয়,যদি কোনো বিচার পতি বলেন যে, যে সমস্ত নির্বাচন গুলি হয়েছে,অবৈধ ভাবে আওয়ামী লীগ করেছে,মনে হয় ঐ বিচার পতি আফ্রিকার যে কোনো দেশে বেগে য়েতে হবে,অন্যথায় উপায় নেই,এই অবৈধ সরকার এমন হিম্মত হয়ে গেছে যে,এরা মনে করে দেশে এরা ছাড়া আর কেউ নেই,আসলেই জনগণ আমরা বোকা অন্যথায় সবাই মিলে এদের পিঠাইয়া এই পবিত্র দেশ থেকে বাগাইয়া দিতে পারি এরা কাউকে সম্মান করে না সম্মান দিতে জানে না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ