বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে দিনব্যাপী রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানীর সহযোগিতায় এ রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন শেখ হাসিনা সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান। এসময় এক অনানুষ্ঠানিক বক্তব্যে তিনি বলেন, রক্তদান নিয়ে অনেকের মাঝে বিভ্রান্তি আছে। একজন সুস্থ ব্যক্তি রক্ত দিলে তার শরীরের কোনো ক্ষতি হয় না। বরং তার রক্তে আরেকজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচে। স্বেচ্ছায় রক্ত দিতে একটি সুন্দর মন প্রয়োজন বলে জানান জিওসি।
এ রক্তদান কর্মসূচির উদ্বোধন শেষে শতাধিক সেনা সদস্য স্বেচ্ছায় রক্তদান করেন। পরে রক্তদাতাদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়। এসময় সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।