Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপরূপ রঙিন পাখি!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২১, ১২:০১ এএম

অনেক রঙিন পাখি আছে। এর মধ্যে লাল মুনিয়া পাখি সবার নজর কাড়ে। এই পাখির ইংরেজি নাম হচ্ছে রেড অ্যাভাডাইভাট। লাল মুনিয়া প্রজাতির পাখি বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও পাকিস্তানে পাওয়া যায়।
বিশেষ করে বর্তমানে বাংলাদেশে এদের ঢাকা, রাজশাহী ও সিলেট অঞ্চলে দেখা যায়। সারদা পুলিশ একাডেমির এসপি আনসার উদ্দিন খান পাঠান অবসর সময়ে টেলিফটো লেন্সের ক্যামেরা হাতে ঘুরে বেড়ান। ঘুরতে ঘুরতে পদ্মার চরের কাশবনে ঘর তৈরিতে ব্যস্ত লাল মুনিয়াকে পেয়েই ক্যামেরা তাক করে ক্লিক করলেন।
প্রজননকালে পুরুষ লাল মুনিয়ার রঙের আভা তুঙ্গে উঠে। এরপর ঔজ্জ্বল্য কিছুটা কমতে শুরু করে। মেয়ে লাল মুনিয়ার বাহার পুরুষটির ধারেকাছেও নেই। প্রজননের সময়ে পুুরষ লাল মুনিয়া দেহ-জৌলুস দেখিয়ে ক্রমাগত ডেকে যায়। তার রূপ আর কণ্ঠে আকৃষ্ট হয়ে সঙ্গিনী জুটে যায়।
লাল মুনিয়া প্রধানত সমতল সমভূমিতে প্রায়ই পানির কাছাকাছি ঘাসবন, চাষের জমির আশপাশের গুল্ম-ঝোপঝাড়, আখখেত ইত্যাদি জায়গায় পাওয়া যায়। এই প্রজাতির চারটি উপপ্রজাতি আছে।
এদের প্রজনন সময় হচ্ছে মে থেকে ফেব্রুয়ারি। এ সময় পুরুষ পাখি ঘাস ও নলের ডাঁটার উপরে বসে মেয়ে পাখিকে আকৃষ্ট করার জন্য গান গায়। পানির কাছে কাঁটা-ঝোপের নিচুতে ঘাস দিয়ে গোল বাসা বানায়। আর ৮ থেকে ১০টি ডিম দেয়। ডিমের রং সাদা। ১২ থেকে ১৬ দিনে ডিম ফুটে ছানা বের হয়। আর ছানা ফোটার ১৯ থেকে ২৪ দিনে এরা বাসা থেকে উড়াল দেয়। দুজনে মিলে বাচ্চাদের লালন করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ