Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ চিত্রনায়িকা অপু বিশ্বাসের জন্মদিন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

আজ চিত্রনায়িকা অপু বিশ্বাসের জন্মদিন। জন্মদিনটি ব্যস্ততার মধ্যদিয়ে কাটবে বলে জানান অপু বিশ্বাস। জন্মদিন উপলক্ষে আজ দুপুর ১২.৩০ মিনিটে চ্যানেল আইয়ের তারকা কথন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি। রাজু আলীমের প্রযোজনায় অপু বিশ্বাসকে সঙ্গে নিয়ে দর্শকের সঙ্গে কথা বলবেন অনুষ্ঠানের উপস্থাপক। এরপর বসুন্ধরার নিজ বাসাতে সময় কাটাবেন। অপু বিশ্বাস বলেন, এবারের জন্মদিন এতটা ব্যস্ততার মধ্যদিয়ে কাটবে এরকম কোন পরিকল্পনা ছিল না। কারণ, আজ আমার পাবনায় শুটিংয়ে থাকার কথা। শুটিং বাতিল হওয়ায় আমার পরিবার, ফ্যান ক্লাব, চ্যানেল’সহ আরো অন্যান্য অনেক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হচ্ছে। জন্মদিনে আমার মাকে খুব মিস করছি। প্রত্যেক জন্মদিনে মা আমার পাশে ছিলেন। এখন আর মা নেই, মা ছাড়া পৃথিবীটা খুব শূন্য্য লাগছে। এদিকে এ মাসের শেষ সপ্তাহে অপু ভারতের আসামের গোহাটিতে একটি চলচ্চিত্র উৎসবে যোগ দেবেন। অপু জানান, এটি সরকারি সফর, যেখানে বাংলাদেশের সিনেমা প্রদর্শিত হবে। সম্প্রতি অপু বিশ্বাস পাবনাতে গিয়েছিলেন তার নতুন সিনেমা ‘প্রেম প্রীতি বন্ধন’এর শূটিং-এ অংশ নিতে। বেশ কয়েকদিন সেখানে শুটিং করার পর লোকজনের ভিড়ের কারণে শুটিং স্থগিত করতে হয়। এরইমধ্যে অপু সরকারী অনুদানের সিনেমা ‘ছায়াবৃক্ষ’র কাজ শেষ করেছেন। মুক্তির অপেক্ষায় আছে দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’। এছাড়াও অপু বিশ্বাস ডায়েল রহমানের ‘ঈশা খাঁ’ সিনেমাতেও কাজ করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অপু বিশ্বাসের জন্মদিন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ