Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপিকে নির্বাচনে আসতেই হবে: ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০২১, ২:৩০ পিএম

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জানে নির্বাচন ছাড়া ক্ষমতার হাতবদলের অন্য কোনো বিকল্প নেই। তাই তারা মুখে যত কথাই বলুক, নির্বাচনে তারা আসবে।

তিনি রোববার সকালে তার রাজধানীর বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, দলের ক্ষয়িষ্ণু অস্তিত্ব রক্ষা এবং সমর্থক-কর্মীদের রোষানল থেকে বাঁচতে হলে নির্বাচনে বিএনপিকে আসতেই হবে।

ইউপি নির্বাচনেও বিএনপি পরিচয় লুকিয়ে অংশ নিচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এটি তাদের বর্ণচোরা রাজনীতি।

বিএনপি নেতারা প্রকাশ্যে যা বলে তা করে না, আর যা গোপনে করে তা প্রকাশ্যে বলে না। তাই তো জনগণ বিএনপির দ্বিচারিতা বুঝতে পেরে মুখ ফিরিয়ে নিয়েছে।



 

Show all comments
  • মোঃ+দুলাল+মিয়া ১০ অক্টোবর, ২০২১, ৩:০৬ পিএম says : 0
    জনাব,এই সমস্ত আশা করিয়া সময় নষ্ট করবেন না ,বি এন পি কোনও কেউ এই নির্বাচনে আসবে না ,আসবে অবশ্যই যদি ঠিকই নিরপক্ষ নির্বাচন নিরপক্ষ সরকারের হাতে হয়,কিন্তু আপনাদের ক্ষমতাশীল সরকারের হাতে ক্ষমতা রেখে পলিসি এবং পলিটিক্স করে নির্বাচন কমিশন গঠন করবেন এবং নির্বাচন দিবেন,এই দরনের নির্বাচনে কেউ যাবে না,আর যদি ও কিছু সারথপর দল যাদের খাজনা দিবার ও ফিক নেই।তারা যদিও আপনাদের সলা পরামর্শে কিছু পাওয়ার জন্য আপনাদের সাথে নির্বাচনে যেতে চায় জনগণ ওদের প্রত্যক্ষান করবে,এবং এরা দালাল রাজনৈতিক দল হিসেবে বিবেচিত হবেন,
    Total Reply(0) Reply
  • মোঃ+দুলাল+মিয়া ১০ অক্টোবর, ২০২১, ৩:১৪ পিএম says : 0
    জনাব,এই সমস্ত আশা করিয়া সময় নষ্ট করবেন না ,বি এন পি কোনও কেউ এই নির্বাচনে আসবে না ,আসবে অবশ্যই যদি ঠিকই নিরপক্ষ নির্বাচন নিরপক্ষ সরকারের হাতে হয়,কিন্তু আপনাদের ক্ষমতাশীল সরকারের হাতে ক্ষমতা রেখে পলিসি এবং পলিটিক্স করে নির্বাচন কমিশন গঠন করবেন এবং নির্বাচন দিবেন,এই দরনের নির্বাচনে কেউ যাবে না,আর যদি ও কিছু সারথপর দল যাদের খাজনা দিবার ও ফিক নেই।তারা যদিও আপনাদের সলা পরামর্শে কিছু পাওয়ার জন্য আপনাদের সাথে নির্বাচনে যেতে চায় জনগণ ওদের প্রত্যক্ষান করবে,এবং এরা দালাল রাজনৈতিক দল হিসেবে বিবেচিত হবেন,জনাব আপনাদের কি লজ্জা সরম নাই মেয়ে লোকের মতো কথা বলেন হিম্মত থাকলে সরে পড়ুন আসেন দেখি কে হারবে কে জিতবে দেখা যাবে,কিন্তু মেয়েদের মতো হাতে কাস খাড়ু লাগাইয়া বলবেন ,না আমি এগুলি খুলবে না আমি দিবে না,সরম নাই চোখে আপনাদের,এখন ও সময় আছে,মানসম্মান রক্ষা করুন।
    Total Reply(0) Reply
  • মোঃ+দুলাল+মিয়া ১০ অক্টোবর, ২০২১, ৪:৪৩ পিএম says : 0
    জনাব,এই সমস্ত আশা করিয়া সময় নষ্ট করবেন না ,বি এন পি কোনও কেউ এই নির্বাচনে আসবে না ,আসবে অবশ্যই যদি ঠিকই নিরপক্ষ নির্বাচন নিরপক্ষ সরকারের হাতে হয়,কিন্তু আপনাদের ক্ষমতাশীল সরকারের হাতে ক্ষমতা রেখে পলিসি এবং পলিটিক্স করে নির্বাচন কমিশন গঠন করবেন এবং নির্বাচন দিবেন,এই দরনের নির্বাচনে কেউ যাবে না,আর যদি ও কিছু সারথপর দল যাদের খাজনা দিবার ও ফিক নেই।তারা যদিও আপনাদের সলা পরামর্শে কিছু পাওয়ার জন্য আপনাদের সাথে নির্বাচনে যেতে চায় জনগণ ওদের প্রত্যক্ষান করবে,এবং এরা দালাল রাজনৈতিক দল হিসেবে বিবেচিত হবেন,জনাব আপনাদের কি লজ্জা সরম নাই মেয়ে লোকের মতো কথা বলেন হিম্মত থাকলে সরে পড়ুন আসেন দেখি কে হারবে কে জিতবে দেখা যাবে,কিন্তু মেয়েদের মতো হাতে কাস খাড়ু লাগাইয়া বলবেন ,না আমি এগুলি খুলবে না আমি দিবে না,সরম নাই চোখে আপনাদের,এখন ও সময় আছে,মানসম্মান রক্ষা করুন।
    Total Reply(0) Reply
  • ফুজায়েল আহমদ ১০ অক্টোবর, ২০২১, ৬:০০ পিএম says : 0
    কেউ আসার দরকার নেই।আপনারাই যতদিন পারেন ক্ষমতায় থাকেন।তবে কোন স্বৈরাচারের পতনই স্বাভাবিকভাবে হয়না,এইটা মাথায় রাখবেন।
    Total Reply(0) Reply
  • আহমেদ উল্লাহ ১০ অক্টোবর, ২০২১, ১১:২২ পিএম says : 0
    অবশ্য আসবে তবে সেটা নিরপক্ষ সরকারে অধীনে।আওয়ামিলীগ নিরপক্ষ সরকার হলে এত ভয় পাওয়ার কারণ হিসাবে সেটা দেশের জনগণকে ভাবায়
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ