বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহের ফুলপুরে রিয়াদ হোসেন (২৫) নামে এক চালককে ছুরিকাঘাত করে ব্যাটারি চালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার রাত ১০টায় উপজেলার রূপসী ইউনিয়নের বাঁশাটি গ্রামে ইটভাটা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের ৩ ঘন্টার মধ্যে পুলিশি তৎপরতায় ৩ ছিনতাইকারীকে আটক করা হয়েছে। সেই সাথে ছিনতাইকৃত অটো রিকশা উদ্ধার করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- বাগেরহাট সদর উপজেলার টাগরাঘাট গ্রামের জবেদ আলীর ছেলে তরিকুজ্জামান (২৪)। ফুলপুর উপজেলার ঢাকিরকান্দা গ্রামের আলী হোসেনের ছেলে বাবু মিয়া (২০) ও রহিমগঞ্জ ইউনিয়নের মাটিচাপুর গ্রামের মৃত নুরুল হকের ছেলে মো. রাসেল (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, ফুলপুর পৌর এলাকার দিউ মোড় হতে শনিবার (৯ অক্টোবর) রাত অনুমানিক সাড়ে ৯টার সময় অজ্ঞাতনামা ৩ জন যাত্রী বালিয়া যাওয়ার কথা বলে রিয়াদ হোসেনের অটোরিকশা ভাড়া নেয়। পরে আনুমানিক রাত পৌনে ১০টার সময় রূপসী বাজারের পশ্চিম পার্শ্বে ফাঁকা জায়গায় অন্ধকারের মধ্যে পৌঁছানোর সাথে সাথে আরেকটি মোটরসাইকেলযোগে আরও ২ জন অটোরিকশার সামনে ব্যারিকেড দেয়। পরে অটোচালক রিয়াদ হোসেন (২৫) এর নিকট থেকে অটো নেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তির এক পর্যায়ে রিয়াদ হোসেনকে ধারালো ছুঁড়ি দিয়ে গুরুতর আঘাত করে অটোটি ছিনতাই করে নিয়ে যায়।অটোচালককে পথচারীরা উদ্ধার করে প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, অটোর পিছনে রিয়াদ পরিবহন লেখা আছে। রাত সাড়ে ১১টার দিকে সংবাদ পাওয়ার পর পরই ফুলপুর থানার পেট্রোল পার্টি ও বিভিন্ন অফিসারদের মোটর সাইকেলযোগে বিভিন্ন এলাকায় খোঁজাখুজি শুরু করা হয়। বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজারগুলোতে চৌকিদার ও নাইট গার্ডসহ বিভিন্ন লোকের নজরদারি বৃদ্ধি করা হয়। পরে রাত দেড়টার দিকে রহিমগঞ্জ ইউনিয়নের চৌকিদার শুক লাল ও স্থানীয় ইউপি সদস্য রিপন মিয়া সন্দেহজনকভাবে একটি অটো আটকিয়ে জিজ্ঞাসাবাদ করতেই অটোর পিছনে থাকা মোটরসাইকেল যাত্রী দুইজন দৌঁড় দিয়ে পালিয়ে যায়। পরে অটোতে থাকা ৩ জনকে তারা আটক করতে সমর্থ হন। গুরুতর আহত অটোচালক রিয়াদ বর্তমানে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত রিয়াদ রূপসী খাসকান্দা গ্রামের আব্দুর রশিদের ছেলে।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছিনতাইয়ের ঘটনায় আসামিদের ব্যবহৃত মোটেসাইকেল ও রক্তমাখা ছুঁড়ি উদ্ধার করা হয়েছে। আসামিরা থানা হেফাজতে আছে। মামলা রুজু প্রক্রিয়াধীন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।