Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কারামাতিয়া মাতলাউল উলুম মাদরাসায় গবেষণা বিভাগ উদ্বোধন

প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রির্পোটার : আল্লাহ তায়ালা যার ভাল চান তাকে দ্বীনের বুঝ দান করেন। আর আল্লাহ তায়ালা যাকে দ্বীনের বুঝ দান করেন সে ব্যক্তিই কেবল সফল এবং সৌভাগ্যবান। গত সোমবার বাদ আসর মারকাযু তাহরিকে খাতমিন নুবুওয়্যাত কারামাতিয়া মাতলাউল উলুম মাদরাসায় তাখাছসুস ফিল ফিকহি ওয়াল ইফতা (ফতুয়া বিভাগ)উচ্চতর গবেষণা বিভাগ উদ্বোধনী অনুষ্ঠানে অত্রমাদরাসার মহাপরিচালক শাইখুল হাদিস আল্লামা ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব হুজুর একথা বলেন। তিনি আরো বলেন, ইলম ও ফিকহের অধিকারীগণই মুলত উলিল আমর আল্লাহ তায়ালা যাদের আনুগত্যকে ওয়াজিব করে দিয়েছেন। তাই তাকলীদ বা মাযহাব চতুষ্ঠের কোন একটি অনুসরণ করাটাই কুরআন সুন্নাহ বর্হিভুত কোন কাজ নয়। ইফতা বিভাগের সবক অনুষ্ঠানে অধ্যয়নরত ছাত্রদেরকে তিনি ইলমে দ্বীন শিক্ষার ক্ষেত্রে একাগ্রতা, মনোযোগ বিশেষ করে এখলাছ বা নিয়াত বিশুদ্ধ করার নসিহত করেন। উল্লেখ্য মক্তব থেকে দাওরায়ে হাদীস পর্যন্ত পরিচালিত প্রতিষ্ঠানটিতে ফতুয়া বিভাগ চালু হওয়াতে ফিকহ ও ফতুয়ার উপর উচ্চতর গবেষণার দ্বার উন্মুক্ত হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অত্র প্রতিষ্ঠানের নায়েবে মুহতামিম মা. ওবায়েদুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী,মা.মোশাররফ হোসাইন,মা. বারাতুল ইসলাম এবং মা. ঞাফেজ আ. হাফিজ প্রমুখ। অনুষ্ঠান শেষে পীর সাহেব জৈনপুরী হুজুর দেশ ও জাতির কল্যাণ কামনায় মুনাজাত পরিচালনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারামাতিয়া মাতলাউল উলুম মাদরাসায় গবেষণা বিভাগ উদ্বোধন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ