Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামীর বাংলাদেশে সুবিধাবঞ্চিত শিশু বলে কিছু থাকবেনা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২১, ৭:৫১ পিএম

শিশুর জন্য বিনিয়োগ করলে বহুগুণে ফিরে আসে। আক্ষরিক ও বাস্তবিক অর্থে শিশুরা আমাদের ভবিষ্যৎ। আগামীর বাংলাদেশে সুবিধাবঞ্চিত শিশু বলে কিছু থাকবেনা।

আজ (শনিবার) বিশ্ব শিশু দিবস ও অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, শিশুরা রাস্তায় চলে আসার মূল কারণ দারিদ্র্য। সম্প্রতি সরকার এ সম্পর্কিত একটি সমন্বয় কমিটি গঠন করেছে। প্রধানমন্ত্রীর মুখ্যসচিবকে এ কমিটির প্রধান করা হয়েছে। এখানে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, এনজিও ব্যুরোর ডিজি ও বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ যারা শিশুদের নিয়ে কাজ করছেন তারা এ কমিটিতে রয়েছেন। এ কমিটির উপদেষ্টা হিসেবে কাজ করছেন সায়মা ওয়াজেদ।

ঢাকা আহ্ছানিয়া মিশনের উদ্যোগে আয়োজিত এই ওয়েবিনারে তিনি আরও বলেন, দেশে সুবিধাবঞ্চিত শিশুদের সুনির্দিষ্ট কোনো সংখ্যা নেই। সেক্ষেত্রে দেশের বিভাগীয় শহরসহ সারাদেশের পথশিশুর সংখ্যা নির্ণয়ের জন্য বিবিএসকে দায়িত্ব দেয়া হয়েছে।

তিনি ঢাকা আহ্ছানিয়া মিশন পরিচালিত শিশুনগরী ও অন্যান্য প্রকল্পের মাধ্যমে পথশিশুদের জন্য যে কার্যক্রম পরিচালনা করছে সেগুলো সরেজমিনে পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন।

ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্টট কাজী রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক ড. এস.এম খলিলুর রহমান ও অপরাজেয় বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু।

মূল প্রবন্ধ উপস্থাপনাকালে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর শেখ মহব্বত হোসেন বলেন, প্রত্যেকটি পথশিশু যাদের অভিভাবক নেই, তাদের জন্মনিবন্ধন ও লিগ্যাল আইডেন্টি নিশ্চিত করতে হবে। পথশিশুদের নির্যাতন বন্ধে প্রিভেন্টিং ও রেসপন্ডিং ম্যাকানিজম তৈরি করে প্রয়োজনে আইনের সহায়তা প্রদান করতে হবে।

তিনি আরও বলেন, শিশুদের যতেœ এডহক সার্ভিসের পরিবর্তে স্পেশালাইজড সার্ভিসের প্রতি গুরুত্বারোপ করতে হবে, যেখানে সুবিধাবঞ্চিত শিশুদের খাবারের পাশাপাশি মানসিক স্বাস্থ্য, শিক্ষা, কাউন্সেলিং, ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্ল্যান, লাইফস্কিল ও ভকেশনাল ট্রেনিংসহ জব প্লেসমেন্টের ব্যবস্থা থাকবে।

অনুষ্ঠানে দু’জন শিশু প্রতিনিধি তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। ঢাকা আহ্ছানিয়া মিশনের নির্বাহী পরিচালক ড. এম. এহ্ছানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ