Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিয়া চক্রবর্তী ‘বিগ বস ১৫’র অফার ফিরিয়ে দিলেন যে জন্য

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

‘বিগ বস ১৫’তে অংশ নেবার জন্য অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে সপ্তাহ প্রতি ৩৫ লাখ রুপি সম্মানীর অফার দেয়া হয়েছিল। অনেকে ভেবেছিল এটি তার ক্যারিয়ারকে নতুন করে প্রাণ দিতে পারত। এছাড়াও এই করোনা আকালে তিনি দুই বছরে যে আর্থিক ধাক্কা সামলেছেন তা কাটিয়ে ওঠার সুযোগ হতে পারত এটি। তবে তিনি এই লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। গত কয়েক মাসে মুম্বাইয়ের একটি স্টুডিওতে তাকে বেশ কয়েকবার দেখা যাওয়ায় গুঞ্জন চলছিল রিয়া ‘বিগ বস’ রিয়েলিটি শোতে অংশ নেবেন। কারণ এই সিজনের প্রতিযোগী তেজস্বিনী প্রকাশ আর এর আগেরটিতে অংশ নেবার আগে দালজিত কওরকেও একই জায়গায় বেশ কয়েকবার দেখা যায়। সর্বশেষ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিশেষ কারণে রিয়া ‘বিগ বস ১৫’র অফার ফিরিয়ে দিয়েছেন। এর কারণ হল একাধিক ওয়েব সিরিজ আর বলিউড ফিল্মে কাজ করারও অফার আসছিল তার হাতে। বলিউড আর দক্ষিণ ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে অফার গুলোতে মনোযোগ দেবার জন্য তিনি ‘বিগ বস’কে মানা করে দেন। সম্প্রতি রিয়া অমিতাভ বচ্চন ও এমরান হাশমির সঙ্গে ‘চেহরে’ ফিল্মটি দিয়ে বলিউডে ফিরেছেন। ফিল্মটি প্রথমে সুশান্ত সিং রাজপুতের ভক্তদের রোষের মুখে পড়লেও শেষ পর্যন্ত সাফল্য লাভ করে। সুশান্ত গত বছর ১৫ জুন মৃত্যু বরণ করেন। অনেকের বিশ্বাস তার সম্ভাব্য আত্মহত্যার পেছনে অন্যতম কারণ ছিলেন রিয়া; রিয়ার বিরুদ্ধে থানায় একটি এফআইআরও করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ