Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা ভাইরাসে মৃত্যু নেই সিলেটে, শনাক্ত ১২ জনে

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২১, ২:৫৬ পিএম

করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় কারো মৃত্যু হয়নি সিলেট বিভাগে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন সিলেটে। এর মধ্যে সিলেট ৯ জন ও একজন কওে বিভাগের ৩ জেলায়। আজ শনিবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে প্রেরিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার (৯ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত কোনো করোনাক্রান্ত ব্যক্তি মারা যাননি সিলেটে। বিভাগে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ১১৬৮ জন। চব্বিশ ঘন্টায় মাত্র ১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন সিলেট বিভাগে। এর মধ্যে সিলেট ৯ জন এবং সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারে ১ জন করে শনাক্ত হন। ৭৫২ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত করা হয় তাদেরকে। শনাক্তের হার ১ দশমিক ৪৭। এ নিয়ে সিলেট বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৭০১ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮২৫ জন, সিলেট শনাক্তের সংখ্যা ২৮ হাজার ৮৬৯ জন, সুনামগঞ্জের ৬২৪৩ জন, মৌলভীবাজারের ৮১২৪ জন ও হবিগঞ্জের ৬৬৪০ জন। বিভাগে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১১ জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪৮ হাজার ৪৭২ জন। সিলেট বিভাগে এ পর্যন্ত করোনায় মারা যাওয়া ১১৬৮ জনের মধ্যে সিলেট ৮৫৮, সুনামগঞ্জে ৭২, হবিগঞ্জে ৪৮ ও ৭২ জন মৌলভীবাজারে। এছাড়া সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ১১৮ জন প্রাণ হারিয়েছেন করোনাভাইরাসে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ