Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্যারা মিশেল গেলার সন্তানদের অভিনয়ে জোর করবেন না

প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

অভিনেত্রী স্যারা মিশেল গেলার জানিয়েছেন তিনি কখনই তার সন্তানদের অভিনেতা বা অভিনেত্রী হবার ব্যাপারে জোর করবেন না।
‘বাফি দ্য ভ্যাম্পায়ার ¯েøয়ার’ সিরিজের বাফি সামার্স চরিত্রের অভিনেত্রী স্যারা দুই সন্তানের মা। কন্যা শার্লটের বয়স সাত আর ছেলে রকির বয়স চার। অভিনেত্রীটির স্বামী ফ্রেডি প্রিন্জ জুনিয়র এদের বাবা। অভিনেত্রীটি জানান, তাদের সন্তানরা তাদের পদাঙ্ক অনুসরণ করবে না কারণ দুজনেরই মঞ্চভীতি আছে। ফিমেইল ফার্স্টের প্রতিবেদন।
মিশেল বলেন, “ব্যাপারটি ভিন্ন, আমি এমন কারো সন্তান নই যারা সবসময় জনতার নজরে ছিল, সুতরাং আমি মনে করি এদের জন্য নিয়মনীতি ভিন্ন। আমার মনে হয় ব্যাপক পরিচিত মানুষদের সন্তানদের চাপে থাকতে হয়।
“তারা তাদের খুশিমতো কাজ বেছে নিতে পারবে। আমি তাদের চাপ দেব না। তবে তার আগে তাদের পড়াশোনা শেষ করতে হবে। তবে যাই হোক না কেন আমার সন্তানদের মঞ্চভীতি আছে।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্যারা মিশেল গেলার সন্তানদের অভিনয়ে জোর করবেন না
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ