Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনকে টার্গেট করে সিআইএ’র নতুন ইউনিট গঠন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২১, ৬:৪১ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) বৃহস্পতিবার চীনকে টার্গেট করে নতুন একটি ইউনিট গঠনের ঘোষণা দিয়েছে। এই ইউনিট গঠনের মাধ্যমকে বেইজিংকে দেশটির দীর্ঘদিনের কঠিন প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখার প্রতিফলন ঘটেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।
এক বিবৃতিতে সিআইএ’র প্রধান উইলিয়াম বার্নস জানান, নতুন চীনা মিশন কেন্দ্র (সিএমএস) মার্কিন গোয়েন্দা সংস্থার মিশন এলাকায় চীন দ্বারা যেসব চ্যালেঞ্জ সৃষ্টি হচ্ছে সেগুলো মোকাবিলা করবে।
বার্নস বলেন, একুশ শতকে আমরা যে গুরুত্বপূর্ণ বৈশ্বিক হুমকি চীনা সরকারের ক্রমবর্ধমান শত্রুতাপূর্ণ আচরণ মোকাবিলা করছি সিএমএস সেই কাজকে আরও শক্তিশালী করবে।
সিআইএ’র এই ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চীনকে শীর্ষ কৌশলগত প্রতিযোগী হিসেবে তুলে ধরার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। জুনে বাইডেন পেন্টাগনে একটি নতুন টাস্ক ফোর্স গঠনের ঘোষণা দিয়েছিলেন। যেটির দায়িত্ব হলো বেইজিংয়ের সামরিক চ্যালেঞ্জ পর্যালোচনা ও মোকাবিলা করা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ