Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জি-ফাইভে মুক্তি পেল শ্যামল-মারিয়ার ‘হেরে যাবার গল্প’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২১, ১১:১৮ এএম

ভারতের জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম জি-ফাইভে বৃহস্পতিবার (৭ অক্টোবর) মুক্তি পেয়েছে ওয়েব ফিল্ম ‘হেরে যাবার গল্প’। এখানে জুটি বেঁধে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও মারিয়া নূর। ‘হেরে যাবার গল্প’ নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা মেহেদি হাসান জনি। টেলিভিশন কিংবা ইউটিউবে বহু নাটক নির্মাণ করে প্রশংসা পেলেও ওটিটির জন্য এটাই তার প্রথম কাজ।

নির্মাতা মেহেদি হাসান জনি বলেন, আমি সবসময়ই চেষ্টা করেছি আমার নির্মাণের মধ্য দিয়ে দর্শকদেরকে নতুন কিছু দেওয়ার। সেই জায়গা থেকে যেহেতু ওটিটির জন্য এটা আমার প্রথম কাজ তাই সর্বোচ্চ চেষ্টা করেছি সেরাটা দেওয়ার। একটি সুন্দর গল্পকে সুন্দরভাবে দর্শকের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি। আশা করি দর্শকের কাজটি ভালো লাগবে। কাজটি দেখার পর সবার কেমন লাগলো সেটি জানার অপেক্ষায় থাকব।'

‘হেরে যাবার গল্প’ প্রসঙ্গে মারিয়া বলেন, ‘পরিচালক জনি ভাইয়ার সঙ্গে এটি আমার প্রথম কাজ। শ্যামল ভাইয়ার সঙ্গেও আমার প্রথম কাজ। সব প্রথমের কাজ আসলে অনেকটা স্পেশাল হয়। কাজটি নিয়ে যদি বলি তাহলে বলব, খুবই সুন্দর ও চমৎকার একটা গল্প। হেরে যাবার গল্প নাম হলেও, এটা আসলে বাঁচতে শেখার গল্প। আমরা হয়ত অনেকেই একটা সময় জীবনের হাল ছেড়ে দেই, মনে হয় বেঁচে থাকার কোনো অর্থ নেই। কিন্তু আমাদের মাঝেই অনেকে আছেন যারা জীবনের শত কষ্টের মাঝেও হাসিমুখে বাঁচতে জানেন। অন্যদেরকেও বাঁচতে শেখায়। এরকম একটা গল্প থেকে দর্শকরা নতুন কিছু শিখতে পারবে বলে মনে করি।’

‘হেরে যাবার গল্প’-এ শ্যামল মাওলা ও মারিয়া নূর ছাড়া আরও অভিনয় করেছেন সাবেরি আলম, সামিরা খান মাহি, লিউনা লুভাইনা, হৃদয় আমিন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্যামল-মারিয়া
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ