Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিউইয়র্কে অগ্নিকান্ডে বাংলাদেশি কিশোরীর মৃত্যু

সালাহউদ্দিন আহমেদ, নিউইয়র্ক থেকে | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২১, ১০:৪২ পিএম

নিউইয়র্কের লং আইল্যান্ডের এলমন্ডে ভয়াবহ অগ্নিকান্এডে ক বাংলাদেশির বাড়ি ভস্মীভ‚ত হয়েছে। অগ্নিকান্ডে ওই বাড়িতে বসবাসরত রিফাত আলী নামে ১৪ বছরের এক কিশোরী পুড়ে অঙ্গার হয়ে গেছে। এ ঘটনায় শোকের ছায়া নেমে আসে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে।
জানা গেছে, গত শনিবার ভোর ছয়টার দিকে বাংলাদেশি-আমেরিকান ব্যবসায়ী মোহাম্মদ আলীর বাসায় এই অগ্নিকাÐের ঘটনা ঘটে। ঘটনার সময় গৃহকর্তা আর আর তার স্ত্রী বাইরে কাজে ছিলেন। ঘুমিয়ে ছিলেন পরিবারের তিন সদস্য ও ভাড়াটিয়া এক চিকিৎসক। নিমিষেই পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। গুরুতর আহত হন মোহাম্মদ আলীর শ্বশুর ও দুই ছেলেমেয়ে।
মোহাম্মদ আলীর কন্যাসহ আহতদের স্থানীয় স্ট্রনীব্রæক হাসপাতালে নেয়া হলে গত রোববার বিকেল তিনটার দিকে রিফাত আলী মৃত্যুবরণ করেন। অগ্নিকাÐে আহত অপর দু’জনের অবস্থাও আশঙ্কাজনক। এদিকে ভয়াবহ এই আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের দু’জন কর্মীও আহত হয়েছেন। তবে অগ্নিকান্ডে কারণ জানা জায়নি। তদন্ত চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিউইয়র্ক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ