রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মঠবাড়িয়া (পিরোজপুর)উপজেলা সংবাদদাতা
মঠবাড়িয়া পৌর শহরের কে.এম লতিফ ইনস্টিটিউশনের এসএসসি পরীক্ষার্থী রসনী আক্তার (১৫) অপহরণের ১৮ দিন অতিবাহিত হলেও পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়নি। থানা সূত্রে জানা যায়, উপজেলার বকসীর ঘটিচোরা (সবুজ নগর) গ্রামের সউদি প্রবাসী আঃ রবের কন্যা স্কুলছাত্রী রসনী আক্তারকে গত ২৪ সেপ্টেম্বর সকালে প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে রাস্তা থেকে জোরপূর্বক বাদুরতলা গ্রামের সুলতান হাওলাদারের বখাটে পুত্র সুমন হাওলাদার (২২) তার সহযোগী বেল্লাল গাজী, সোহেল হাওলাদার ও মাহাবুব হাওলাদার অপহরণ করে মোটরসাইকেলে করে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশকে অবহিত করলে অপহরণকারীদের মূল হোতা সুমনের ভাই সোহেলকে আটক করে। পরে বখাটে সুমনের আত্মীয় আলমগীর ও মাহাবুব অপহৃতকে উদ্ধার করে দিবে মর্মে অঙ্গীকারনামা দিয়ে থানা থেকে সোহেলকে মুক্ত করে নিয়ে যায়। পরে ওই অপহৃতাকে ফেরত না দিলে ছাত্রীর নানা আঃ সালাম মৃধা বাদী হয়ে বখাটে সুমনসহ ৬ জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানায়, অপহৃত স্কুল ছাত্রী উদ্ধারের চেষ্টা চলছে।
অভিমানে স্কুলছাত্রীর আত্মহত্যা
মোবাইল ফোনে কথা বলা নিয়ে মায়ের সাথে ঝগড়ার এক পর্যায় অভিমান করে আইরিন আক্তার (১৫) নামের এক স্কুলছাত্রী সোমবার রাতে বিষপানে আত্মহত্যা করেছে। ওই স্কুলছাত্রী বেতমোড় গ্রামের নাছির হাওলাদারের মেয়ে ও বেতমোর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্রী। হাসপাতাল সূত্রে জানা যায়, আইরিন আক্তার গত সোমবার বিকেলে ঘরের দরজা বন্ধ করে ঘরে রাখা কীটনাশক পান করেলে অসুস্থ্য হয়ে পড়েন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাতে ওই স্কুলছাত্রী মারা যায়। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।