Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হলেন চিটাগাং চেম্বার সভাপতি

প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে চিটাগাং চেম্বার সভাপতি, এফবিসিসিআই ও সিইসিসিআই’র সহ-সভাপতি মাহবুবুল আলম গত শুক্রবার রাতে ইতিহাদ এয়ারওয়েজ যোগে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশন ও মহাসচিব আয়োজিত বিভিন্ন গুরুত্বপূর্ণ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলের সদস্য হিসেবে তিনি অংশগ্রহণ করবেন।
সফরকালে চেম্বার সভাপতি ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে নতুন নতুন ক্ষেত্র অনুসন্ধানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী এবং ব্যবসায়ী নেতা হিসেবে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য বিভিন্ন বৈঠকে যোগদান করবেন। তিনি প্রবাসী বাংলাদেশী আয়োজিত বৈঠকেও এদেশে বিশেষ করে বাণিজ্যিক রাজধানী বন্দরনগরী চট্টগ্রামের মিরসরাই ও আনোয়ারায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে উৎসাহিত করার লক্ষ্যে এ সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সুবিধাসমূহ উপস্থাপন করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হলেন চিটাগাং চেম্বার সভাপতি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ