Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরায় ই-ভ্যালির রাসেল শামীমার বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে : | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে মাগুরায় মামলা হয়েছে। গত মঙ্গলবার মাগুরা সদর আমলি আদালতে মামলাটি দায়ের করেন শহরের ভায়না এলাকার বাসিন্দা হাবিবুর রহমান। আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল ইসলাম বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আসামিদের প্রতি সমন জারি করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল জানান, হাবিবুর রহমান গত ১৩ ফেব্রুয়ারি একটি মোটরসাইকেল কেনার জন্য নগদের মাধ্যমে ইভ্যালি কোম্পানিতে টাকা জমা দেন। ইভ্যালি কোম্পানির নিয়মনুযায়ী টাকা জমা দেয়ার ৪৫ দিনের মধ্যে পণ্য দেওয়ার কথা ছিল। কিন্তু তারা তাদের শর্ত ভঙ্গ করে।
পরবর্তীতে আসামিরা তাদের পণ্য দিতে না পেরে বাদীকে ১ লাখ ৮০ হাজার টাকার একটি চেক পাঠায়। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ অপর্যাপ্ত তহবিলের কারণে চেকটি ফেরত দেয়। পরে টাকা পরিশোধের জন্য আসামিদের কাছে আইনি নোটিশ দিলেও তারা কোন টাকা ফেরত দেয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ই-ভ্যালি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ