Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদেশি চ্যানেল বন্ধ হওয়া আমাদের অনুষ্ঠানের জন্য ভাল দিক-মামুনুর রশিদ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

বিদেশি চ্যানেল বন্ধে পক্ষে-বিপক্ষে যখন যুক্তিতর্ক চলছে। এখন ভারতীয় ও বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ রয়েছে। এ ব্যাপারে ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও)-এর চেয়ারম্যান ও নাট্যজন মামুনুর রশিদ বলেন, বিদেশি চ্যানেল বন্ধ, মানে অনুষ্ঠানগুলো বন্ধ রয়েছে। এটা আসলে আমাদের দেশীয় অনুষ্ঠানের জন্য খুব ভালো দিক। এমন কর্মকান্ডে আমি অভিবাদন জানাই, ধন্যবাদ জানাই এর সঙ্গে সংশ্লিষ্ট মানুষদের, যারা এই উদ্যোগ নিয়েছেন। কারণ, আমরা অবশ্যই চাই, আমাদের অনুষ্ঠান আমাদের দেশের মানুষ দেখুক। আমরা যদি নিজেদের সংস্কৃতি বা নিজেদের অনুষ্ঠান দেখতে ভুল যাই, তাহলে তো খুব দুঃখজনক ব্যাপার। আমাদের চ্যানেলের অনুষ্ঠানের মান নিয়ে প্রশ্ন রয়েছে। এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, এটা আসলে আমাদেরই দূর করতে হবে। আমাদের যেকোন সাংস্কৃতিক অনুষ্ঠানে অর্থলগ্নি এখন প্রায় অনেক কম। এটাকে বাড়াতে হবে। সেই সঙ্গে গল্প, সংলাপ, অভিনয়শিল্পী সবারই আরও সচেতন হতে হবে। অনুষ্ঠানের মানসহ সব দিকেই নজর রাখতে হবে। এতে করে আমরা আমাদের দর্শকদের কাছাকাছি পৌঁছাতে পারব বলে আমি আশাবাদী। মামুনুর রশিদ বলেন, বিদেশি চ্যানেল বন্ধে কিংবা চালুতে আসলে তেমন কোন প্রভাব পড়বে না আমাদের দর্শকের মাঝে। দর্শক এর আগেও আমাদের ভালো মানের নাটক, সিনেমা, গান তথা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেছেন। সময়-অসময়, কোথাও কেউ নেই, নক্ষত্রের রাত, আজ রবিবার, সংশপ্তকসহ আরও অসংখ্য নাটক দর্শকপ্রিয়তা অর্জন করেছি। এদিকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকার কোনো চ্যানেল বন্ধ করেনি। বিদেশি চ্যানেলগুলোর যারা এজেন্ট ও অপারেটর, তারা বিজ্ঞাপনমুক্ত ফিড চালাতে পারছে না বলে সম্প্রচার বন্ধ করেছে। যেসব বিদেশি চ্যানেল বিজ্ঞাপনবিহীনভাবে সম্প্রচার করছে, তাদের চ্যানেল চলছে, চলতে কোনো বাধা নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ