Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন চলচ্চিত্রের প্লেব্যাকে সায়েরা রেজা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

চলচ্চিত্র পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের ‘যাও পাখি বল তারে’ সিনেমার টাইটেল সং-এ কন্ঠ দিলেন গত বছর ফোক গানে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড প্রাপ্ত সায়েরা রেজা। রোমান্টিক ধাঁচের ফোক গানের ডুয়েটে তার সাথে প্লেব্যাক করেছেন কন্ঠশিল্পী বেলাল খান। গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক জে. কে. মজলিস। সায়েরা ও জে কে’র করা একাধিক গান ইতিপূর্বে শ্রোতাপ্রিয়তা পেয়েছে। ২০১১ সালে নোমান রবিনের পরিচালনায়, অনুরূপ আইচের কথায় ও আরেফিন রুমির সুর ও সঙ্গীতে ‘কমন জেন্ডার’ সিনেমায় সুপারহিট আইটেম সং ‘ওরে সোনা’র মাধ্যমে প্রথম প্লেব্যাকে করেন সায়েরা রেজা। এ ধারাবাহিকতায় অনেক সিনেমায় তিনি গান করেছেন। সামনে আরো একাধিক সিনেমায় প্লেব্যাক করবেন। টিভি, মঞ্চ ও ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে গানের পাশাপাশি চলচ্চিত্রে প্লেব্যাক ও নাটকের গানেও সমান ব্যস্ত সায়েরা রেজা। সম্প্রতি আভরাল সাহিরের সুর ও সঙ্গীতে এবং এম এ আলম শুভ’র কথায় ‘ড্যান্সিং কার’ নাটকের একটি গান করেছেন তিনি। সায়েরা রেজার ব্যাতিক্রমী ভোকাল টোনের কারণেই তাকে ফোক ডিভা বলা হয়। পারিবারিক কারণে সাময়িকভাবে নিউইয়র্কে বসবাস করলেও গানের কারণে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে তাঁর সরব উপস্থিতি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ