প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভিনেতা আর মাধবনের পরিচালনায় অভিষেক হতে যাচ্ছে ‘রকেটরি : দ্য নাম্বি ইফেক্ট’ দিয়ে। মূলত ভারতের প্রাক্তন বিজ্ঞানী ও অ্যারোস্পেস প্রকৌশলী নাম্বি নারায়ণের জীবন নীয়ে চলচ্চিত্রটির কাহিনী। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনে কর্মরত এই বিজ্ঞানীর বিরুদ্ধে একসময় গুপ্তচরবৃত্তির অভিযোগ ওঠে। আর মাধবন নিজেই এর কাহিনী লিখেছেন আর তিনিই নাম্বি নারায়ণের ভূমিকায় অভিনয় করেছেন। কয়েকদিন আগে মাধবন বলেছেন, আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি ২০২২ সালের ১ এপ্রিল ‘রকেটরি : দ্য নাম্বি ইফেক্ট’ মুক্তি পাবে বিশ্বব্যাপী। ‘আমরা অনেক ভালবাসা আর পরিশ্রম দিয়ে এই ফিল্মটি নির্মাণ করেছি। যারা আমাদের এই কাজে সমর্থন দিয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।’ ‘রকেটরি : দ্য নাম্বি ইফেক্ট’ নির্মাণে আর মাধবনের পাশে ছিলেন তার স্ত্রী সারিতা মাধবন এবং ভার্গিজ মুলান। ফিল্মটিতে আরও অভিনয় করেছেন সিমরান বাগগা, শাহরুখ খান অতিথি ভূমিকায় অভিনয় করেছেন। ‘রকেটরি : দ্য নাম্বি ইফেক্ট’ একই সঙ্গে হিন্দি, ইংরেজি, তামিল, তেলুগু, মালয়ালম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।