Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়কের শৃঙ্খলায় সিঙ্গাপুরে রোবটের টহল!

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২১, ৪:৩৬ পিএম | আপডেট : ৫:০০ পিএম, ৬ অক্টোবর, ২০২১

দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে ছোট্ট ও বেশ শৃঙ্খলিত রাষ্ট্র সিঙ্গাপুর। সড়কে শৃঙ্খলা ও কঠোর আইনের শাসনের কারণে বিশ্বব্যাপী পরিচিত দেশটি। এমনকি আইনশৃঙ্খলা ঠিক রাখতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারেও জুড়ি নেই তাদের। এবার নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা আরও বাড়াতে সড়কে টহল রোবট নামিয়েছে দেশটি। বুধবার (৬ অক্টোবর) বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সিঙ্গাপুর রোবট টহলের মাধ্যমে আরও বেশি শৃঙ্খলা নিশ্চিতের বিষয়টি যাচাই করে দেখছে। পথচারীদের ভিড় বেশি এমন রাস্তায় পরীক্ষামূলকভাবে রোবট নামানো হয়েছে। মানুষের অনাকাঙ্ক্ষিত সামাজিক আচরণ নিয়ন্ত্রণেই সড়কে রোবট নামিয়েছে দেশটি।

এতে আরও বলা হয়েছে, অত্যাধুনিক প্রযুক্তির এই রোবটের নাম জাভিয়ের। জাভিয়েরের কাজই ছিল পথচারীদের ভিড় বেশি এমন রাস্তায় কেউ নিয়ম-শৃঙ্খলা ভাঙছে কিনা তা তদারকি করা।

সিঙ্গাপুর টহল রোবটের এই কার্যক্রম পরীক্ষামূলকভাবে গত সেপ্টেম্বরে শুরু হয়। দেশটির তোয়া পেইওহো সেন্ট্রাল এলাকার ভিড় তদারকি করতে রোবটটিকে তিন সপ্তাহের জন্য দায়িত্ব দেয়া হয়েছিল। দেশটির নিয়ম অনুযায়ী যেসব আচরণ ‘অনাকাঙ্ক্ষিত সামাজিক আচরণ’সেগুলো কেউ করছে কিনা, তাই নজরদারি করছিল রোবটটি।

করোনা মহামারির কারণে সিঙ্গাপুরে এখনো একস্থানে বেশি মানুষের জনসমাগম নিষিদ্ধ রয়েছে। একস্থানে বেশি মানুষ একত্রিত হচ্ছে কিনা, অননুমোদিত স্থানে কেউ ধূমপান করছে কিনা, কেউ অনুমতি ছাড়া অবৈধভাবে রাস্তায় কিছু বিক্রি করছে কিনা এবং নিয়ম বহির্ভূতভাবে রাস্তায় সাইকেল পার্ক করা হয়েছে কিনা, এসব বিষয়েই মূলত নজর রাখছিল জাভিয়ের।

জাভিয়েরের চলাচলের জন্য নিচ দিকে রয়েছে চাকা। এতে যুক্ত রয়েছে সাতটি ক্যামেরা। এসব ক্যামেরার মাধ্যমে ৩৬০ ডিগ্রিতে চারপাশের সবকিছুই দেখা ও মনিটরিং করা যায় নিয়ন্ত্রণ কক্ষে বসেই।



 

Show all comments
  • Abu ৬ অক্টোবর, ২০২১, ৫:২৮ পিএম says : 0
    আল্লাহর ফেরেস্তারা এর থেকেও বেশি কড়া নজরদারিতে রাখে মানুষকে অতপর মৃত্যুর পর বিচার।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ