Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অ্যাশেজ না হলে

অস্ট্রেলিয়ার ক্ষতি প্রায় ২ হাজার কোটি টাকা!

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২১, ১২:০০ এএম

অ্যাশেজ ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার কাছে কী, সে নতুন করে বলার কিছু নেই। কিন্তু অস্ট্রেলিয়ার কঠোর কোয়ারেন্টিন নিয়মের কারণে জো রুট ও তার দলের অ্যাশেজ খেলতে যাওয়া নিয়ে জেগেছে সংশয়। অস্ট্রেলিয়ায় পা রাখার পর ১৪ দিনের কোয়ারেন্টিন তো রয়েছেই, এক রাজ্য থেকে আরেক রাজ্যে গেলেও করতে হবে কোয়ারেন্টিন। পরিবার নিয়ে যাওয়াতেও রয়েছে সীমাবদ্ধতা। এদিকে ইংল্যান্ড একের পর এক সিরিজ খেলছে। জৈব সুরক্ষাবলয়ে থাকতে থাকতে মানসিক দিক দিয়েও ক্লান্ত রুটরা। অ্যাশেজ মাঠে গড়ানো নিয়েই তাই তৈরি হয়েছে শঙ্কা।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘সিডনি মর্নিং হেরাল্ড’ জানিয়েছে, ইংল্যান্ডের খেলোয়াড়েরা অ্যাশেজ না খেললে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের প্রত্যেকের ১০ লাখ ডলার করে ক্ষতি হবে এবং দেশের তৃণমূল ক্রিকেটেও নেতিবাচক প্রভাব পড়বে।
ইংল্যান্ডের খেলোয়াড়েরা অস্ট্রেলিয়ার কঠোর কোয়ারেন্টিন নিয়ম মানতে অস্বীকৃতি জানিয়ে অ্যাশেজে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ না খেললে অস্ট্রেলিয়ান ক্রিকেটের বিরাট আর্থিক ক্ষতিই হয়ে যাবে। সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে অঙ্কটা ২০ কোটি ডলারই ছুঁয়ে যাবে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৭১৩ কোটি টাকা)। চ্যানেল সেভেন ও ফক্সের সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) যে সস্প্রচার চুক্তি রয়েছে তাতে সরাসরি ১০ কোটি ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৫৬ কোটি টাকা) ক্ষতি হবে, বাদবাকি ক্ষতির খাত স্পনসরশিপ, বিদেশে সম্প্রচারচুক্তি এবং টিকিট বিক্রির। ক্রিকেট অস্ট্রেলিয়ার মোট আয়ের প্রায় এক-চতুর্থাংশ পেয়ে থাকেন অস্ট্রেলিয়ার জাতীয় দল, রাজ্য দল ও বিগ ব্যাশের নারী ও পুরুষ ক্রিকেটাররা। তৃণমূল পর্যায়ের ক্রিকেটে ঢালা হয় ১৫ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ২৮৫ কোটি টাকা)।
আগামী ৮ ডিসেম্বর ব্রিসবেনের গ্যাবায় অ্যাশেজের প্রথম টেস্টে নামার কথা ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার। এই সিরিজ বাতিল হতে শুধু অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক ক্রিকেটাররাই নন, দেশটির তৃণমূল পর্যায় থেকে ঘরোয়া ক্রিকেটাররাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।
এদিকে অ্যাশেজ খেলা না খেলা নিয়ে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে ভালোই কথা চালাচালি হচ্ছে। ইংল্যান্ড অধিনায়ক জো রুট এর আগে বলেছিলেন, তিনি অ্যাশেজ খেলতে ‘উন্মুখ’ হয়ে থাকলেও যাবেন কি না, ঠিক নিশ্চিত নন। অস্ট্রেলিয়া অধিনায়ক টিম পেইন এর জবাবে বলেছিলেন, রুট খেলতে আসুক বা না আসুক অ্যাশেজ সময়মতোই মাঠে গড়াবে। এদিকে বিভিন্ন সূত্র মারফত ‘হেরাল্ড’ এবং ‘দ্য এজ’ জানিয়েছে, অ্যাশেজ নিয়ে ইসিবি ও সিএর মধ্যে কূটনৈতিক কথাবার্তা চলছে এবং সবকিছু ঠিকঠাকমতোই সুরাহা হবে বলে ধারণা করছে দুটি সংবাদমাধ্যম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ